আবারও ত্রাতা সোনু সুদ

কৌস্তভ চ্যাটার্জী
প্রকাশিত: 09/12/2020   শেষ আপডেট: 09/12/2020 9:59 p.m.
instagram.com/sonu_sood

কৃষক-শ্রমিক ও রোগীর স্বার্থে ১০ কোটির সম্পত্তি বন্ধক রাখলেন তিঁনি

মহামারীর প্রকোপে দেশজোড়া লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে কৃষি বিল প্রত্যাহারের জন্য কৃষকদের সমবেত আন্দোলন, সবক্ষেত্রেই সমাজের তৃণমূল স্তরের এই ভিত্তিমানবদের সহায় হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। আজও এক বিরল এবং সাহসী পদক্ষেপ নিলেন তিনি।

সোনু তার দশ কোটি টাকার সম্পত্তি বন্ধক রাখলেন সমাজের সেই সমস্ত স্তরের মানুষদের জন্য যারা প্রতিনিয়ত মহামারী, দারিদ্র্য, ক্ষুধা ও অপুষ্টি বহন করেই শ্রমিক ও কৃষক পরিচয়ে কোনোরকমে লড়াই করে টিকে আছেন।অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে তিঁনি তাঁর মুম্বাইয়ের জুহু এলাকার দুটি দোকান এবং ছ'টি ফ্ল্যাট বন্ধক রেখেছেন। তারা আরো বলেন যেখানে যাদের যা কিছু প্রয়োজন অথচ সাধ্যের বাইরে, সে সমস্ত ক্ষেত্রেই সোনু তাঁর হৃদয় দিয়ে অবদান রেখেছেন এবং আগেও তিনি বহু রোগীর পরিবারকে চিকিৎসার জন্য নানাভাবে সাহায্য করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৫ ই ডিসেম্বর প্রকাশ পেতে চলেছে সোনুর আত্মজীবনী 'আই অ্যাম নো মেসিয়া' যেখানে তাঁর আরো অনেক মানবদরদী কীর্তির কথা জানতে পারবেন পাঠকরা, এমনটাই সূত্রের খবর।