কন্নড় ভাষা বিতর্কে, অবশেষে স্বস্তি পেলেন সোনু নিগম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/05/2025   শেষ আপডেট: 16/05/2025 9:14 a.m.
-

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

গত এপ্রিল মাসে বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে কনসার্ট চলাকালীন সোনু নিগমকে কন্নড় ভাষায় গান গাওয়ার দাবি জানায় একাংশ। দাবি জোরদার হতেই, মেজাজ হারিয়ে চটে গিয়ে গায়ক তুলনা করেন পহেলগামের ঘটনার সঙ্গে। স্বাভাবিকভাবেই হইচই ওঠে। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স সোনু নিগমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে। মামলা ওঠে হাইকোর্টে। যদিও বিতর্ক তীব্র হতেই ক্ষমা চেয়ে নেন সোনু নিগম।

অবশেষে বৃহস্পতিবার এই বিষয়ে নির্দেশ দিল উচ্চ আদালত। কর্ণাটক হাইকোর্টের রায়ে স্বস্তি পেলেন গায়ক। আগামী শুনানি পর্যন্ত গায়ক সোনু নিগমের বিরুদ্ধে করা যাবে না কোনও শাস্তিমূলক পদক্ষেপ, সাফ জানাল কর্নাটক হাই কোর্ট।