প্রেমের মরশুমে পুরনো নস্টালজিয়া! বড় পর্দায় মুক্তি পাবে আপনার প্রিয় সিনেমা
'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে 'জব উই মেট', পছন্দের ছবির সঙ্গে উপভোগ করুন বিশেষ দিনগুলি
ভালোবাসার মাসে, বিশেষ চমক থাকছে সিনেমা হলে। পুনরায় বড় পর্দায় মুক্তি পাচ্ছে বেশ কিছু পুরনো ছবি। তাই আর দেরি না করে, প্রিয়জনের সঙ্গে এক্ষুনি ঠিক করে নিন একটি 'মুভি ডেট'। 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে 'জব উই মেট', মুক্তি পেতে চলেছে একাধিক পুরনো প্রেমের ছবি।
• দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে - যশ রাজ ফিল্মসের অন্যতম জনপ্রিয় প্রেম গাঁথা হল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge)। রাজ-সিমরান, ওরফে শাহরুখ-কাজলের রসায়ন জীবন্ত হয়ে উঠেছিল সকল প্রেমিক প্রেমিকার জীবনে। আবারও প্রেমের মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি।
• দিল তো পাগল হে - ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে বেশ কিছু দশক আগে মুক্তি পেয়েছিল 'দিল তো পাগল হে' (Dil Toh Pagal Hai) । ছবিতে শাহরুখ ম্যাজিক যেমন ছিল, তেমনই ছিল মাধুরী দীক্ষিত এবং কারিশমা কাপুরের যুগলবন্দীও। ছবিটি আরও একবার বড় পর্দায় উপভোগ করতে পারবেন দর্শক।
• মহাব্বতে - অনেকেই মনে করেন, প্রেম বা রোম্যান্সের পাঠ দেওয়ার জন্য শাহরুখ খানের চেয়ে সেরা শিক্ষক কেউ হতেই পারে না। 'মহাব্বতে' (Mohabbatein) ছবিটিতে শাহরুখ ছিলেন তেমনই এক শিক্ষকের রূপে, যিনি জীবন দর্শনের পাঠ বেশি দিতেন। আরও একবার ভালোবাসার পাঠ নিতে হলে, এই প্রেমের সপ্তাহে অবশ্যই প্রিয়জনকে নিয়ে ঢুঁ মারতে হবে সিনেমা হলে।
• ভীর-জারা - শাহরুখ খান, প্রীতি জিন্টা অভিনীত 'ভীর-জারা' (Veer Zaara) ছবিটি মন ছুঁয়ে যায় যেকোনও সময়ের দর্শকের। দুর্দান্ত গল্প এবং গানে ভরাট ছিল এই ছবি। আরও একবার দর্শকদের সামনে বড় পর্দায় মুক্তি পেয়েছে 'ভীর-জারা'।
• জব উই মেট - শাহিদ কাপুর এবং করিনা কাপুর খানের মিষ্টি প্রেমের রসায়ন নিয়ে বেশ কিছু বছর আগে মুক্তি পেয়েছিল 'জব উই মেট' (Jab We Met)। আরও একবার এই ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রেমের মাস উপলক্ষ্যে।
• ইয়ে জওয়ানি হে দিওয়ানি - বন্ধুত্ব, ভালোবাসা, অ্যাডভেঞ্চার নিয়ে অয়ন মুখার্জীর ছবি 'ইয়ে জওয়ানি হে দিওয়ানি' (Yeh Jawaani Hai Deewani) মন জিতে নিয়েছিল সকল তরুণ তরুণীর। বলা বাহুল্য, এই ছবিটিও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।