নাম থেকে জীবন, আদ্য প্রান্ত রাজকীয় ছোঁয়া! বলিউডের 'কিং' খানের অজানা গল্পের সাক্ষী হন আপনারাও
সামান্য রেস্তোঁরায় কর্মরত থেকে আজ বিশ্বের বৃহত্তম মানব-সৃষ্ট বদ্বীপের মালিক বলিউডের 'বাদশা' শাহরুখ খান
"কেহতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো; তো পুরি কাইনাত উসে তুমসে মিলনে কি কোওশিশ মে লাগ যাতি হ্যায়" যিনি এই কথার আধার, তিনিই প্রমাণ করে দেখিয়েছেন মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত হল, চাওয়ার আকাঙ্খা। চাওয়ার সেই জোর আপনাকে পৃথিবীর সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পারে। আজ, সেরকমই এক মানসিক জোরের জন্মদিন। আজ, বলিউডের 'বাদশা' শাহরুখ (Shah Rukh Khan) খানের জন্মদিন। তাঁর নামের অর্থ 'রাজার মত সুন্দর মুখ'। তিনি শুধু অভিনেতা নন, তিনি 'দিলবারো কা দিলবর, বাজিগর'! 'চলতে চলতে' কখনও হোঁচট খেলে, ডক্টর জাহাঙ্গীর খানের মত উপস্থিত হয়ে, একটা 'চমৎকার' ঘটিয়েই দেবেন। আজ পরিদর্শকের পাতায় থাকল শাহরুখ-চরিত! অর্থাৎ কিং খানের ৫৮ তম জন্মদিনে, বিভিন্ন অজানা রাজকীয় কাহিনীর সাক্ষী থাকুন আপনারাও।
১৯৬৫ সালের, ২ নভেম্বর ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন বাদশা। প্রথম জীবনে দিল্লির দরিয়াগঞ্জে রেস্তোঁরায় কাজ করেছেন।
প্রথম অভিনীত ছবি ছিল 'দিল আশনা হে' (Dil Aashna Hai), কিন্তু ছবিটি মুক্তি পেতে বিলম্ব হয়। সেই কারণে 'দিওয়ানা' (Deewana) আগে মুক্তি পাওয়ার দরুন শাহরুখের প্রথম অভিনীত ছবি হিসেবে এটিই বিবেচ্য।
শাহরুখ সেই অভিনেতা, যিনি ক্যামিও করেও মন জিতে নিয়েছেন মানুষের। বলা বাহুল্য, পর্দায় তাঁর কয়েক মিনিটের উপস্থিতিই বিপুল সংখ্যক মানুষকে হলমুখী করেছে। প্রায় ছাব্বিশটি মত ছবিতে তাঁকে দেখা গেছে ক্যামিও হিসেবে।
'রাহুল, নাম তো শুনা হি হোগা', রাহুল নাম, অথচ বন্ধুমহলে এই সংলাপটি বলে নিজেকে কিং খানের অন্ধ ভক্ত প্রমাণ করেননি, এমন কম যুবকই আছেন। 'দিল তো পাগল হে' (Dil To Pagal Hai), থেকে শুরু করে 'কুছ কুছ হোতা হে' (Kuch Kuch Hota Hai), 'কভি খুশি কভি গম' (Kabhi Khushi Kabhie Gham), 'চেন্নাই এক্সপ্রেস'সহ (Chennai Express) আরও একাধিক ছবিতে 'মিস্টার ইন্ডাস্ট্রি' রাহুল হয়ে ধরা দিয়েছেন।
৫৬ লাখ টাকার অডি হোক, বা ৪ কোটি টাকার বিএমডব্লিউ, অথবা ১৪ কোটি টাকার স্পোর্টস কার, কিং খান কিন্তু ভীষণ সংস্কারী। ৫৫৫ তাঁর শুভ সংখ্যা। তাই তাঁর প্রত্যেকটি গাড়িতেই রয়েছে এই নম্বরের ছোঁয়া।
কলকাতায় থাকেন, অথচ জানেন কি আপনার আমার প্রিয় 'কলকাতা নাইট রাইডার্স' (Kolkata Knight Riders) এর মূল্য কত? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৫৪৮ কোটি টাকা দামের এই দলের মালিক এস আর কে।
অন্যান্য তারকাদের তুলনায় কিং এর রাজ্যপাট যে রাজকীয় হবে, তা নিয়ে সন্দেহ নেই। শাহরুখের ভ্যানিটি ভ্যানটির মূল্য ৩.৮ কোটি টাকা।
রাজার রাজ্যপাট বিস্তৃত হয়েছেছে মাঝ সমুদ্রেও। দুবাইয়ের পাম জুমেরাইতে (Palm Jumeirah) , এই গ্রহের মনুষ্য সৃষ্ট সবচেয়ে বড় বদ্বীপের মালিক তিনি। সেখানে বানিয়েছেন তাঁর আমোদ-ভবন, নাম দিয়েছেন 'জান্নাত'। যদিও লন্ডনের বুকেও ছাপ রেখেছে রাজার রাজকীয়তা। লন্ডন পার্ক লেনে, ১৭২ কোটি টাকার বিলাসবহুল মালিকানা গ্রহণ করেছেন কিং খান।