আমেরিকা থেকে একের পর এক ছবিতে তাক লাগাচ্ছেন সোহিনী সরকার
সোহিনী সরকার মানেই সমাজের অচলায়তনের তোয়াক্কা না করেই স্বাধীনচেতা মনোভাব
টলিপাড়ায় সোহিনী সরকার (Sohini Sarkar) মানেই বাংলার ক্রাশ, যে কোনও চরিত্রে সাবলীল অভিনয়, সমাজের অচলায়তনের তোয়াক্কা না করেই স্বাধীনচেতা মনোভাব। নিজের দৃষ্টিকোণে সমাজকে দেখতে গিয়ে বহুবার নেটিজেনদের কাছ থেকে সোহিনীকে কুকথা শুনতে হলেও, নিজের মতোন করে সোহিনী সর্বদা এগিয়ে গিয়েছেন সামনে।
আরও পড়ুন
সম্প্রতি আমেরিকার নিউ জার্সির আটলান্টাতে আয়োজিত নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে (North-American Bengali Conference) উপস্থিত ছিলেন সোহিনী সরকার। সেখানে তিক্ত অভিজ্ঞতার স্বীকার হতে হলেও, আপাতত আমেরিকার মাটিতেই আছেন অভিনেত্রী।
আপাতত নিউইয়র্ক থেকেই নানান মুহুর্ত তুলে ধরছেন অভিনেত্রী।
সম্প্রতি একটি ওভার টিশার্ট পরে ছবি আপলোড করেছেন সোহিনী।
গতকাল শাড়ি পরে এই ছবিটি আপলোড করেছিলেন সোহিনী।