জাপানিজ থেকে আফগানি কাবাব, সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে এলাহি মেনু
অতিথিদের জন্য রয়েছে বিশেষ স্পা, জঙ্গল সাফারি
টিনসেল টাউনের এখন হট টপিক সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে। শনিবার সকালেই ডিজাইনার মনিশ মালহোত্রার সঙ্গে রাজস্থানে পৌঁছে গিয়েছেন কিয়ারা। দেখা গিয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার পরিবারকেও। শোনা যাচ্ছে, কাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান।
হাতেগোনা ১২৫ থেকে ১৫০ জনের সমাগমে সম্পন্ন হবে তাঁদের বিয়ে। তাঁদের জন্য বিলাসবহুল হোটেল সেজে উঠেছে। অতিথিদের জন্য রয়েছে বিশেষ স্পা, জঙ্গল সাফারি, ২৪ ঘণ্টা খোলা খাবারের স্টল। যাতায়াতের জন্য ৭০টি বিলাসবহুল গাড়ি।
আরও পড়ুন
তবে জানেন কী, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মেনু কি? রয়েছে চাইনিজ ও জাপানিজ খাবার। নানান রকমের কাবাব। ডাল বাটি চুরমা, সারষো কা শাক, মকাইয়ের রুটি, বাজরার রুটি, নান। থাকছে আফগানি কাবাব, নানান ধরনের স্যালাড, পাস্তা, বিভিন্ন ধরনের শরবত। শেষ পাতে থাকবে লাড্ডু, ক্ষীর, রাবড়ি এবং হালুয়া।