পর্নকাণ্ডে হেফাজতে স্বামী! পুলিশের সামনে রাজের সাথে ঝগড়া করে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেট্টি
মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ শিল্পা শেট্টিকে আড়াই ঘন্টা জেরা করে
গত ১৯ জুলাই রাতে পর্ণকাণ্ডে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ (Mumbai Police)। জানা গিয়েছে, তিনি "হটশটস" (Hotshots) নামক একটি অ্যাপের মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি এবং স্ট্রিমিং এর সাথে জড়িত ছিলেন। গ্রেফতারির পর ২৩ জুলাই তাঁকে এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয় এবং ২৭ জুলাই অব্দি পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি রাজ কুন্দ্রা গ্রেফতারি ও পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী তথা রাজ জায়া শিল্পা শেট্টিকে জেরা করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। রেইড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলো। সূত্র মারফত জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙ্গে পড়েছিলেন শিল্পা শেট্টি। রাজ এবং শিল্পার মধ্যে পুলিশের সামনেই ব্যাপক বাকবিতণ্ডা হয়। অভিনেত্রী তাঁর স্বামীকে চিৎকার করে জিজ্ঞেস করেন যে এই জাতীয় কাজ করার প্রয়োজন কি ছিল বা তিনি কেন এরকম করেছেন? এমনকি তাঁদের সামলাতে শেষপর্যন্ত হস্তক্ষেপ করতে হয় অপরাধ দমন শাখার আধিকারিকদের।
জিজ্ঞাসাবাদের পর শিল্পা শেট্টি স্পষ্ট জানিয়েছেন যে রাজের অ্যাপের এই বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জানতেন না। জিজ্ঞাসাবাদের সময় স্বামীর মুখোমুখি হয়ে শিল্পা বলেছেন, "এই কর্মের ফলে শুধুমাত্র পরিবারের নামের নষ্ট করেননি রাজ। সেই সাথে প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজে তাঁদের একটা নাম রয়েছে। এই জাতীয় কাজ করা কি খুব দরকার ছিল?" প্রসঙ্গত উল্লেখ্য, রাজ ও শিল্পার আর্থিক তহবিলের অডিট করে জানা গিয়েছে তাদের যৌথ অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হত। ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ "হটশটস" ও "বলি ফেম" অ্যাপ থেকে এত বিপুল পরিমাণ অর্থ অ্যাকাউন্টে আসত। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা, ৩৪ ধারা, ২৯২ ধারা ও ২৯৩ ধারায় মামলা রুজু করেছে।