সুশান্তের জীবনী নিয়ে করা যাবে না চিত্রনাট্য, নোটিশ ধরাল দিল্লি আদালত
সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন? তার তদন্ত না হলে চিত্রনাট্য করা যাবে না
গত ১৪ জুন প্রয়াত হন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপরেই শুরু হয় নানান রহস্য। কখনও মাদকযোগ তো কখনও আর্থিক কারচুপি, সুশান্তের মৃত্যুর পিছনে দানা বাঁধে বহু রহস্য। যা নিয়ে এখনও তদন্ত চলছে। তবে এবার সুশান্তের জীবনী চিত্রের নির্মাতাদের নোটিশ ধরাল দিল্লি উচ্চ আদালত। খবর, সুশান্তের বাবা কেকে সিংহের নিষেধাজ্ঞার দাবিতেই আদালতের এমন সিদ্ধান্ত।
কেকে সিংহের আবেদনে বলা হয়েছে, সুশান্তের মৃত্যু-তদন্ত এখনও বিচারাধীন। যে ছবিটিকে নিষেধ করার কথা বলা হয়েছে, তা আদপে ঘটনার সাক্ষী এবং তদন্তকারী আধিকারিকদের প্রভাবিত করতে পারে। এমনকি জনসাধারণের মানসিকতায় প্রভাব ফেলতে পারে। কারণ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্তের ঘনিষ্ঠরাই এই ছবির পিছনে রয়েছেন বলে সুশান্তের বাবা মনে করছেন।
উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের জীবন এবং মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়ে ছবি তৈরির কথা উঠেছিল গত বছর থেকেই। আদৌ কি অভিনেতার মৃত্যুর কারণ আত্মহত্যা? নাকি এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে কারও প্ররোচনা? নাকি সুশান্তকে খুন করা হয়েছে? এই নিয়েই মূলত এই চিত্রনাট্য। এদিকে এখনও সুশান্তের মৃত্যুর তদন্ত শেষ হয়নি, তাহলে কীভাবে এই ছবি তৈরী করা হচ্ছে।
কাজেই, এই নিয়েই আদালতের দারস্থ সুশান্তের পরিবার। তারই ভিত্তিতে নির্মাতাদের নোটিস ধরালেন বিচারপতি মনোজ কুমার ওহরি। যেখানে বলা হয়েছে, অভিনেতার ব্যক্তিগত জীবনের কোনও তথ্য প্রকাশ করা যাবে না। এতে অভিনেতা ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করা হবে।