নেই জামা! কলাপাতা পরে মধ্যমগ্রাম থেকে ব্যারাকপুরের রাস্তায় স্যান্ডি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/11/2022   শেষ আপডেট: 14/11/2022 8:20 p.m.
facebook.com/sandysahaofficial

রাস্তায় সকলেই হা করে দেখলেন স্যান্ডিকে

ট্রেন্ডিং বিষয় নিয়ে স্যান্ডি ভিডিও বানাবে না, তা কী কখনও হতে পারে? সোশ্যাল মিডিয়ায় নেট-নাগরিকদের হাসির খোরাক দিতে কখনোই মিস করেন না স্যান্ডি সাহা (Sandy Saha)। কখনও বাংলাদেশের হিরো আলম, তো কখনও বাদাম-কাকু কিংবা যশ বা কিরণ, সকলের সঙ্গেই আড্ডা-মজায় জুড়ে থাকেন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা।

গতকাল রানু মণ্ডলকে বিয়ে করার পর, আজ কলা পাতা পরেই মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোদপুর এমনকি ব্যারাকপুরে ঘুরে বেড়ালেন স্যান্ডি। দাদা-বৌদিতে গিয়েও খেলেন বিরিয়ানি-ফিশ ফ্রাই। চড়লেন লোকাল ট্রেনে। খেলেন ডাব। রাস্তায় সকলেই হা করে দেখছেন স্যান্ডিকে। অন্যদিকে লজ্জা না পেয়ে রাস্তায় জমিয়ে নাচলেন স্যান্ডি।

তবে এসবের মাঝেই গরু খেয়ে নিল স্যান্ডির কলকাতা। এক নেটিজেনের মন্তব্য, "যারা পরার জন্য জামা প্যান্ট পাচ্ছে না তারা ছেঁড়া কাপড় পরে ঘুরছে। আর এর জামা কাপড়ের অভাব নেই অথচ কলাপাতা-কচুপাতা পরে ঘুরছে।"