চেন্নাইতে শুটিংয়ে গিয়ে অসুস্থ পরিচালক সন্দীপ রায়, নিয়ে আসা হচ্ছে কলকাতায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/09/2023   শেষ আপডেট: 21/09/2023 1:11 p.m.
facebook.com/sandip_ray

সত্যজিৎ-পুত্রের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় টিম পরিদর্শক

‘ফেলুদা’র পরবর্তী ছবির শুটিং তথা ‘নয়ন রহস্য’-এর শুটিং করতে চেন্নাইয়ে গিয়েছিলেন পরিচালক সন্দীপ রায়। সেখানে গিয়েই ক্রমে অসুস্থ হতে শুরু করেন সত্যজিৎ-পুত্র। সূত্রের খবর ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

বলাবাহুল্য, সন্দীপ রায় পরিচালিত আগামী ছবি ‘নয়ন রহস্য'-এর সিংহভাগ শুটিংই হয়ে গিয়েছে।যেটুকু বাকি আছে তা দুই-তিনদিনের। তার জন্য ফের আরও একবার চেন্নাই যেতে হবে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের। পরিচালক কিছুটা সুস্থ হলেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আপাতত তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় টিম পরিদর্শক।