২০০৩-এর অপরাধের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সলমন! মিলল স্বস্তি
সলমনের পক্ষেই রায় দিলেন বিচারক রাঘবেন্দ্র কাচাওয়াল
গতকাল যোধপুরের দায়রা আদালতে ১৯৯৮-এর কৃষ্ণসার হরিণ শিকার মামলার শুনানিতে ২০০৩-এ ভুয়ো হলফনামা পেশের জন্য ক্ষমা চাইলেন বলিউডের দাবাং তথা সলমন খান। এর বিষয়ে আদালতকে তিনি বলেছেন, তিনি নাকি ভুলক্রমে ভুয়ো হলফনামা পেশ করেছিলেন। কাজেই কৃষ্ণসার হরিণ শিকার মামলায় কিছুটা স্বস্তিতে সলমন খান।
উল্লেখ্য, ওই হলফনামায় সলমন খান জানিয়েছিলেন তাঁর লাইসেন্স হারিয়ে গিয়েছে। এই নিয়ে বান্দ্রা পুলিশের কাছে এফআইআরও দায়ের করা হয়েছে। কিন্তু আসলে সেটি মুম্বই পুলিশ কমিশনারেটের কাছে জমা দেওয়া হয়েছিল পুনর্নবীকরণের জন্য। যা পুরোটাই লুকিয়ে গিয়েছিলেন সলমন। এজন্য অভিনেতাকে ক্ষমা করে দেওয়া উচিত, বললেন অভিনেতার উকিল হস্তিমল সারস্বত। আর সলমনের পক্ষেই রায় দিলেন বিচারক রাঘবেন্দ্র কাচাওয়াল।
সলমনের আইনজীবী জানান, ইচ্ছাকৃতভাবে আদালতে ভুল তথ্য পেশের জন্য নয়, বরং অন্যতম ব্যস্ত অভিনেতা হওয়ার দরুণ আসল সত্যিটা সম্পর্কে অবগত ছিলেন না সলমন নিজেই। উল্লেখ্য, গতকাল এই মামলার শুনানিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দিয়েছিলেন সলমন।