"সালাম ভেঙ্কি"-র লুক প্রকাশ্যে আনলেন কাজল, এক ফ্রেমে থাকবে কাজল-আমির
আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে "সালাম ভেঙ্কি"
এক মা ও ছেলের লড়াইয়ের গল্প নিয়ে বড়পর্দায় আসছে কাজল (Kajol) অভিনীত নতুন ছবি সালাম ভেঙ্কি (Salaam Venky)। ছবিতে ভেঙ্কির চরিত্রে অভিনয় করেছেন বিশাল জেঠওয়া (Vishal Jethwa)। এছাড়াও রয়েছেন রাহুল বোস, রাজীব খান্ডেলওয়াল, প্রকাশ রাজ, প্রিয়মণি ছাড়াও আরও অনেকেই। চলতি মাসের শিশু দিবসের দিনই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
ছবিতে ক্যামিও রোলে নজর কাড়বেন আমির খান। আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে "সালাম ভেঙ্কি"। আর তার আগে এই ছবিরই বেশ কিছু লুক সামনে আনলেন কাজল দেবগন।
আরও পড়ুন
মাথায় লাল গোলাপ, কালো রঙের প্রিমিয়াম সালোয়ারে নজর কেড়েছেন কাজল। বলাবাহুল্য, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এক জীবন সংগ্রামের কথা বলবে "সালাম ভেঙ্কি"। ছবিতে কাজলের পাশাপাশি দর্শকদের নজর কাড়বে ভেঙ্কির চরিত্রে অভিনেতা বিশাল জেঠওয়ার অভিনয়ও।