সঙ্গীতজগতে ২৫ বছর পূর্তি, রূপঙ্কর বাগচীর একক শো শুনতে শ্রোতাদের ঢল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/09/2023   শেষ আপডেট: 23/09/2023 6:16 p.m.
instagram.com/rupankarbagchi_official

‘জাতিস্মর’ ছবিতে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য রূপঙ্কর বাগচী পেয়েছিলেন জাতীয় পুরস্কার

‘জাতিস্মর’ ছবিতে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য মিলেছিল জাতীয় পুরস্কার। তবে ইন্ডাস্ট্রিতে মেলেনি ততখানি কাজ। যদিও এই সব বিষয়ে আক্ষেপ নেই তাঁর। সঙ্গীতজগতে পেরিয়ে এসেছেন ২৫ বছরেরও বেশি। সেই উপলক্ষ্যেই রবীন্দ্রসদনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল গায়ক রূপঙ্কর বাগচীর একক শো।

কনসার্টে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন, ছিলেন স্ত্রী চৈতালিও।