প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে 'বিনোদিনী, একটি নটীর উপাখ্যান'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/01/2025   শেষ আপডেট: 28/01/2025 6:47 a.m.
-

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

প্রায় পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে গত ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত 'বিনোদিনী, একটি নটীর উপাখ্যান'।

প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে রুক্মিনী মৈত্র অভিনীত 'বিনোদিনী, একটি নটীর উপাখ্যান'। ছবিতে শৈশব থেকে বৃদ্ধকালের যাত্রা, বিনোদিনীর জীবনের অবিচ্ছেদ্য টুকরো টুকরো কাহিনি দিয়ে সাজানো হয়েছে এই ছবি। সূত্রের খবর, মাত্র দু’দিনে ছবিটি ২৫ লক্ষের ব্যবসা করে ফেলেছে। সম্প্রতি স্টার থিয়েটার-এর নাম বদল করে 'বিনোদিনী থিয়েটার' নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে ১৪০টি প্রদীপ জ্বালিয়েছিলেন রামকমল এবং রুক্মিণী মৈত্র।