বিজয়াতে অন্য লুকে ঋতাভরী, "গোলাপী ঝড়" বলছেন নেটিজেনরা

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/10/2022   শেষ আপডেট: 06/10/2022 8:33 p.m.
 Ritabhari family
instagram.com/ritabhari_chakraborty

গোলাপী পোশাকে কার্যত অন্যরূপে অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ জনপ্রিয় এবং সক্রিয় তারকাদের মধ্যে অন্যতম ঋতাভরী চক্রবর্তী (Bong Crush Ritabhari Chakraborty)। প্রায়শই নিজের অনুগামীদের সঙ্গে পোল কিংবা কিউএনএ সেশনে জুড়ে থাকেন তিনি। 'ফোনের ওয়ালপেপার কী?' থেকে 'দিদি সম্প্রতি কোন বই পড়েছ?' একাধিক প্রশ্ন হুড়মুড়িয়ে পরে অভিনেত্রীর 'ডিরেক্ট মেসেজে' (DM)। এতে বিরক্তি নয়, বরং বেশ উপভোগ করেন আপনাদের 'ললিতা'।

পুজোর আগে থেকেই পুজো সম্পর্কে নানান আপডেট দিয়েছেন ঋতাভরী। শেয়ার করেছেন নানান লুক। বহু প্যান্ডেলে পুজো উদ্বোধনে এবং স্পেশ্যাল গেস্ট হিসেবেও গিয়েছিলেন ঋতাভরী। সে ছবিও দেখেছে নেটপাড়া।

এবার এল বিজয়ার লুক। গোলাপী পোশাকে কার্যত অন্যরূপে অভিনেত্রী। নেটিজেনরা আবার ঋতাভরীর এই লুককে "গোলাপী ঝড়" বলেও অভিহিত করেছেন।

প্রসঙ্গত, ঋতাভরী এমন একজন অভিনেত্রী যিনি বরাবরই নিজের জীবনের খুঁটিনাটি সবকিছুই ভাগ করে নেন সকলের সঙ্গে। সম্প্রতি, সুস্থ হয়েছেন অভিনেত্রীর বাবা। ছাড়া পেয়েছেন হাসপাতালের থেকেও। সে খবরে কার্যত আপ্লুত ঋতাভরীর অনুগামীরা।