১২ মে আসছে "ফাটাফাটি", শীঘ্রই করুন টিকিট বুকিং

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/04/2023   শেষ আপডেট: 04/04/2023 10:19 p.m.
instagram.com/ritabhari_chakraborty

আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে প্লাস সাইজ মডেলের ভূমিকায় অভিনয় করবেন ঋতাভরী

ঠাকুমা-দিদিমাদের কথায় 'রূপে লক্ষী গুনে সরস্বতী' আর বর্তমান প্রজন্মের ভাষায় 'বং ক্রাশ', তবে যে ভাবেই আমরা তাঁকে চিনিনা কেন, সদা হাস্যময় তিনিই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যিনি মাধ্যমিক পরীক্ষার পরেই একটি বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে আসেন। এই ধারাবাহিকের টিআরপি রেটিং এতোটাই বেশি ছিল যে,এখনও 'ললিতা' বলে সবাই ঋতাভরীকে এক নামে চেনে। তবে শুধু দক্ষ অভিনয় নয়, পড়াশোনাতেও রয়েছে তাঁর বহু খেতাব।

এরপর নিজের ব্যক্তিগত ও শারীরিক কিছু সমস্যার জন্য টেলিভিশন জগত থেকে কিছুটা বিরত থাকলেও পরবর্তীতে ঋতাভরী ২০১৭ সালে ফিরে আসেন নিজের প্রোডাকশনের গান 'ওরে মন' নিয়ে। যেখানে লীড রোলে ঋতাভরীর বিপরীতে ছিলেন বলিউড স্টার আয়ুষ্মান খুরানা। এর আগে ২০১১তে বড়ো পর্দায় পা রাখেন ঋতাভরী।

সম্প্রতি ঋতাভরী অভিনীত 'ফাটাফাটি' মুক্তি পেতে চলেছে ১২ মে। 'ফাটাফাটি' (Fatafati)-তে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে প্লাস সাইজ মডেলের ভূমিকায় অভিনয় করবেন ঋতাভরী।