দক্ষিণী ছবির গান 'আইটেম সং, মশলাদার', মন্তব্য করায় বিতর্কে দক্ষিণী নায়িকা রশ্মিকা মন্দানা
দক্ষিণী ইন্ডাস্ট্রির মুখ পোড়ানোর অভিযোগ উঠল রশ্মিকার নামে
নেটিজেনদের থেকে 'জাতীয় ক্রাশ'-এর তকমা পেয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। দক্ষিণের 'পুষ্পা' ছবি করার পর, বিটাউনে ঘোর চর্চা তাঁকে নিয়ে। একের পর এক বলিউড ছবিতে কেন্দ্র চরিত্রের অফার পাচ্ছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)।
সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবির হাত ধরে শীঘ্রই বলিউডে পা রাখছেন রশ্মিকা। এরপর পরিচালক বিশাল ভেলের ‘গুডবাই’ ছবিতে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তদের সঙ্গে কাজ করবেন রশ্মিকা। এছাড়াও শোনা যাচ্ছে, রণবীর কাপুরের 'অ্যানিমেল' ছবিতে কেন্দ্র চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে।
এর সঙ্গেই নিজের ইন্ডাস্ট্রিতেও শীঘ্রই 'পুষ্পা ২'-এর শ্যুটিং শুরু করবেন রশ্মিকা। বলাবাহুল্য, এখন বলিউডময় রশ্মিকা। কাজেই, বিটাউনের প্রশংসাতে পঞ্চমুখ অভিনেত্রী। সম্প্রতি, ‘মিশন মজনু’ ছবির একটি গান প্রিমিয়ারে রশ্মিকা বলে বসেন, "দক্ষিণী ছবির গান হচ্ছে 'আইটেম সং, মশলাদার, নাচের গান'। কিন্তু বলিউডের গান রোমান্টিক, 'লাভ টিউনস'।"
রশ্মিকার এমন কথাতেই চটেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। বলাবাহুল্য, এর আগেও রশ্মিকার বিরুদ্ধে উঠেছিল আঙুল। শোনা গিয়েছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির বড়দের সম্মানটুকু নাকি করেননা রশ্মিকা। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির মুখ পোড়ানোর অভিযোগ উঠল রশ্মিকার নামে।