বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/03/2023   শেষ আপডেট: 23/03/2023 8:08 p.m.
instagram.com/anirbanbhattacharyaofficial

ছবিতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা গিয়েছে রানিকে

পরিবার তথা এক মায়ের গল্প ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। সিনেপর্দায় কামব্যাক রানি মুখোপাধ্যায়ের। রানির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বলাবাহুল্য, এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখল অনির্বাণ।

সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিটি মুক্তি পেয়েছে ১৭ মার্চ। ছবিতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা গিয়েছে রানিকে। নিজের সন্তানদের অভিভাবকত্ব ফিরে পেতে এক সংঘর্ষময় লড়াই ফুটেছে পরিচালক অসীমা ছিব্বর পরিচালিত এই ছবিতে।

বক্স অফিসের হিসেব বলছে শুধু গোটা দেশে নয়, বাংলাতেও দারুণ ব্যবসা করছে এই ছবি। সংবাদমাধ্যমের সামনে রানি মুখোপাধ্যায় জানান, "আমি বাঙালি হিসেবে গর্বিত। বাংলার মানুষ সব সময় আমাকে এবং আমার ছবির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য আমি তাঁদের কাছে অশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।"