পাতে তোলা যায় না উর্ফির স্টাইল, ব্যক্তিগত মতামত রনবীর কাপুরের
উর্ফির কথায়, 'আমার শরীর আমি কী পরব, আমার বিষয়'
খোলামেলা, সাহসী পোশাকে সর্বদাই উত্তেজনা ছড়াচ্ছেন বিগ বস ওটিটি (Big Boss OTT) খ্যাত উর্ফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় উর্ফির ফলোয়ার সংখ্যা নিমিষেই টেক্কা দিতে পারে যেকোনও বলিউড স্টারকে। রণবীর সিং থেকে করণ জোহর, উর্ফির প্রশংসা করলেও তীর্যক মন্তব্যই অধিক উর্ফির আজব স্টাইলে।
এতে তার কষ্ট নয় বরং স্পষ্ট জবাব দিতেই বেশি পছন্দ করেন তিনি। তাঁর কথায়, 'আমার শরীর আমি কী পরব, আমার বিষয়'। এই তত্ত্বে বিশ্বাস করেই একের পর এক চমক দেন উর্ফি। তাতে অধিকাংশ নেটিজেন তাঁকে তোপ দাগলেও, পাশেও থাকেন অনেকেই।
আরও পড়ুন
সম্প্রতি করিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। সেখানেই ফ্যাশন নিয়ে কথা ওঠার মাঝে নাম আসে উর্ফির। সেখানেই রণবীর কাপুর জানান, উর্ফি যে ধরনের ফ্যাশন মেনে চলেন তা আমার খুব একটা পছন্দ নয়। তবে এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত।