বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডির তলব পেলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর
অভিযুক্ত হিসেবে নয়, রণবীর কাপুরের থেকে আরও তথ্যের হদিশ পেতেই তলব
বুধবারই মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডির তলব পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। শুধু রণবীর নন, এই দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডি-র নজরে রয়েছেন একগুচ্ছ বলিউড অভিনেতা ও সঙ্গীতশিল্পী। তবে অভিযুক্ত হিসেবে নয়, রণবীর কাপুরের থেকে আরও তথ্যের হদিশ পেতেই শুক্রবারই তাঁকে ছত্তিশগড়ের রায়পুর ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দুর্নীতি-কাণ্ডে নাম জড়ানোর পর এখনও কোনও মন্তব্য করেননি রণবীর। তিনি ব্যস্ত তাঁর আগামী 'অ্যানিমেল' ছবির প্রচারে।
বলিউড সংবাদমাধ্যম সূত্রের খবর, এই মুহূর্তে তলবে সাড়া দিচ্ছেন না তিনি। ইডির কাছ থেকে চেয়েছেন দু’সপ্তাহ সময়।
আরও পড়ুন
তবে সূত্রের খবর অনুযায়ী, ইডির পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি।