ব্রাহ্মণের সন্তান হয়ে ফেজ টুপি পরে ঈদ পালন? নেটিজেনদের মন্তব্যের উত্তর দিল রাজ
ফের সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে রাজ চক্রবর্তী
ফের সোশ্যাল মিডিয়ায় (Social Media) তীব্র কটাক্ষের মুখে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ব্রাহ্মণের সন্তান হয়ে কেন ঈদের দিন, তিনি মসজিদে গিয়ে আশীর্বাদ চেয়েছেন? কেনই বা ফেজ টুপি পরে সামিল হয়েছেন উদযাপনে ঈদ উদযাপনে? এমনই সব প্রশ্নের মুখোমুখি হয়েছেন রাজ পরিবার। নেটিজেনদের কটাক্ষ, "ব্রাহ্মণ সন্তান হয়ে টুপি পরে ঈদ পালন, তোমার কি লজ্জা করে না?”
এবিষয়ে শেষমেশ মুখ খুলতে বাধ্য হয়েছেন রাজ চক্রবর্তী। এ সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, "প্রতিটি ধর্মস্থানের বা ধর্মের কিছু নিজস্ব নিয়ম আছে। ছোট থেকেই দেখেছি সব ধর্মেই কিছু নির্দিষ্ট আচার মানা হয়ে থাকে। ঠিক তেমনই দরগাতে গেলে মাথা ঢাকার নিয়ম। সেটাই করেছি। তাই নিয়ে কেউ যদি কিছু বলে থাকেন, অন্য ভাবে দেখে থাকেন তবে আমার কিচ্ছু যায় আসে না। আর সত্যি কথা বলতে কি আমি কমেন্ট বক্স পড়িও না।"
নিজের সাংসদ এলাকা নিয়ে রাজ ওই সংবাদমাধ্যমকে আরও বলেন, "বিটিরোডের উপর বসে সমবেত হয়ে নমাজ পড়েন ওঁরা। সে এক দেখার মতো দৃশ্য। আমি বিধায়ক হওয়ার পর এই প্রথম বার সেই দৃশ্য দেখার সৌভাগ্য হল আমার। সারাটা দিনই বিভিন্ন জায়গায় গিয়েছি। ওঁদের সঙ্গে সামিল হয়েছি আনন্দে।”