দেড় বছরের মেয়েকে ফেলে আমেরিকায় রাজ-শুভশ্রী! ঘুম উড়েছে চিন্তিত নেটাগরিকদের
প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়
গন্তব্য লস অ্যাঞ্জেলস ফিল্ম ফেস্টিভ্যাল (Los Angeles Film Festival, 2025), যেখানে দেখানো হবে রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি ও সন্তান। আর সেই উদ্দেশ্যেই গত ১৭ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের পথে উড়ে গিয়েছেন রাজ-শুভশ্রী (Raj Chakraborty , Subhashree Ganguly)। দেখা মিলেছে ইউভানের। এছাড়াও রাজ-শুভশ্রীর সঙ্গেই লস অ্যাঞ্জেলসে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র ও পরিচালক সুমন ঘোষ।
আরও পড়ুন
রাজ-শুভশ্রীর ছবি দেখেই নানান মত নেটিজেনদের। থামছে না প্রশ্নের ভিড়। অধিকাংশ প্রশ্নের কেন্দ্রবিন্দু একই। প্রশ্ন "ইয়ালিনি কোথায়?"। বলাবাহুল্য, রাজ-শুভশ্রী ও ইউভানের ছবি সামাজিক মাধ্যমে জ্বলজ্বল করলেও সেখানে দেখা মেলেনি একরত্তি ইয়ালিনির। আর তাতেই রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটাগরিকদের।