শাড়ি বা চুড়িদার নয়, পুজোয় সাজতে চাইছেন অন্যভাবে? দিশা দেখাবে পার্ণো
পুজোয় কোনদিন কী পরবেন? সাজবেন কীভাবে? টিপস নিতে রইল পার্ণো মিত্রের এই সমস্ত লুক
ঢাকে পড়েছে কাঠি। প্রতিদিনের জীবনযাত্রা থেকে সরে এবার পুজোর পাঁচটা দিন কাটবে অন্যভাবে। তা সে খাওয়া-দাওয়া হোক কিংবা পোশাক, বদল আসবে সবেতেই। প্যান্ডেল ঘুরে ফুচকা কিংবা আইসক্রিম, বা ঘরোয়া খাবার ছেড়ে রেস্তরাঁয় ডুববে মন। কী করবেন আর কোনটা করবেন না, কোন পোশাক কোনদিন কীভাবে পরবেন? সবটা ভেবে নিয়েছেন কী? এখনও পর্যন্ত পরিকল্পনা না হয়ে থাকলে দেখতে পারেন অভিনেত্রী পার্ণো মিত্রের (Parno Mittrah) এই সমস্ত সাধারণ লুক। শাড়ি, চুড়িদার, কুর্তির বদলে যদি পরতে পারেন অন্য কিছু। তাহলে দিশা দেখাবে পার্ণো মিত্র।
শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ণ ওয়্যার, সবেতেই হিল্লোল তোলেন পার্ণো। তাঁর রূপ এবং মিষ্টি মুখের কাছে হার মানতে রাজি বাকিরাও।
পার্ণো বরাবরই নিজের সাজ পোশাক নিয়ে কিছুটা ব্যতিক্রমী। শাড়ি হোক বা শর্ট ড্রেস- ফ্যাশন সেন্সে সর্বদাই তাক লাগিয়ে দেন।
তাই পুজোয় যদি ইচ্ছে থাকে, তারকাদের লুক রিক্রিয়েট করার, তাহলে অবশ্যই দেখতে হবে পার্ণো মিত্রের স্টাইল স্টেটমেন্ট।
পুজো ছাড়াও, যে কোনও পার্টিতে পার্নোর এই লুক অনায়াসেই ট্রাই করতে পারেন।