বাগদানের নানান ছবি শেয়ার করে উচ্ছ্বসিত পরিণীতি-রাঘব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/05/2023   শেষ আপডেট: 18/05/2023 9:07 p.m.
instagram.com/parineetichopra

চলতি মাসের ১৩ তারিখ, নয়াদিল্লিতেই বাগদান পর্ব সেরেছেন তাঁরা

চলতি মাসের ১৩ তারিখ, নয়াদিল্লিতেই বাগদান পর্ব সেরেছেন আলোচিত দম্পতি পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা। কপূরথলা হাউসে পরিজন ও বন্ধু এবং কাছের মানুষদের উপস্থিতিতে চলে আংটিবদল। কেক কেটে নিজেদের বাগদান উদযাপন ছাড়াও চলে নাচ-গান আরও কত কী।

এ বার বাগদানের অনুষ্ঠানের একগুচ্ছ নতুন ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। যেখানে দেখা মিলেছে, শিখ সম্প্রদায়ের ধর্মীয় শীর্ষ ব্যক্তিত্ব সিংহ সাহেব গিয়ানি হরপ্রীত সিংহের। বলাবাহুল্য, পরিণীতি-রাঘবের বাগদানে উপস্থিত ছিলেন তিনিও।

আর তাই ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, "আমাদের বাগদানে আপনার উপস্থিতি আমাদের কাছে পরম প্রাপ্তি। এখনও যেন পুরো বিষয়টাই স্বপ্নের মতো মনে হচ্ছে আমার।"

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাকেই সেজে উঠেছিলেন পরিণীতি। অন্যদিকে, মামার ডিজাইন করা পোশাকেই সাজেন রাঘব।