Rahul Dey : পঁচিশের আঙিনায় ইউটিউবার রাহুল দে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/08/2024   শেষ আপডেট: 27/08/2024 12:09 a.m.
instagram.com/rahuldey

শুভ জন্মদিন রাহুল, টিম পরিদর্শকের তরফ থেকে রইল শুভেচ্ছা

আজ তাঁর বিশেষ দিন। ১৯৯৯ এর ২৭ আগস্ট, উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে জন্ম হয় তাঁর। তবে এই মুহূর্তে, আর পাঁচজন সাধারণ মানুষের মতই, শহুরে অ-সুখ ঘিরে ধরেছে তাঁকে। তাই, তাঁর জীবনের এই রজত জয়ন্তী হয়ত বিশেষ হয়েও, বিশেষ হতে পারল না। তিনি, ইউটিউবার রাহুল দে (Rahul Dey)। বছর চারেক আগে থেকে তিনি জনপ্রিয় হতে শুরু করেন আপামর বাঙালির মাঝে। সহজ সরল কৌতুক, হাসি মজা বিনোদন দিয়ে, বছর কুড়ি একুশের সেই ছোট্ট ছেলেটা, মানুষের মনে বেশ বড় জায়গা দখল করে নেয়।

সেই সময়ে রাহুলের ইউটিউব চ্যানেলের নাম ছিল "বোকা চন্দ্র"। তবে অন্যান্য ক্রিয়েটরদের মত রাহুল কখনওই নিছক বিনোদন প্রদানে আটকে থাকেননি। বরং যেকোনো সামাজিক ব্যাধিকে মজার ছলে হোক, বা গাম্ভীর্যের মোড়কে দর্শকদের সামনে উপস্থিত করে সামাজিক বার্তা দিতে চেয়েছেন।

তবে রাহুলের দেওয়া সামাজিক বার্তাগুলি প্রায়শই থেকে যাচ্ছিল আড়ালে, সে কারণেই নিজের নাম নিয়েই এগোতে থাকেন রাহুল দে। বলাবাহুল্য, এইটুকু বয়সেই তাঁর প্রতিবাদী সত্তা মন জিতে নেয় সকলের।

এই বছর বেশ বিশেষ ভাবেই শুরু হয়েছিল রাহুল দের কাছে। কারণ এই বছরেই তিনি তালে তাল মিলিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে। উপস্থিত ছিলেন আইপিএলের রণভূমিতে। তাঁর ভিডিওতে মুখ দেখিয়েছেন স্বয়ং ক্রিস গেইল (Chris Gayle) থেকে গৌতম গম্ভীরসহ (Gautam Gambhir) প্রমুখ। যে আইপিএল নিয়ে এই প্রজন্মের এত 'ক্রেজ', সেই আইপিএলের অংশ হতে পেরে নিজেকে যারপরনাই ভাগ্যবান মনে করেন রাহুল দে।

তবে রাহুল যে শুধু কনটেন্ট বানাতে পারেন, তাই নয়। এমনকী নৃত্যের প্রতিও রয়েছে তাঁর বিশেষ ঝোঁক। তবে প্রথম দিকে রাহুল নিজের চ্যানেলে তাঁর নৃত্য পরিবেশনা করলেও, এখন আর তাঁকে নৃত্য পরিবেশনা করতে দেখা যায় না। বরং রোস্টিং ভিডিওর মাঝে, ভ্রমণপ্রেমী রাহুলের বেশ কিছু "ট্রাভেল ভ্লগ"-এ তাঁর অনুগামীরা সফরসঙ্গী হয়ে ওঠেন।

আজ পঁচিশ বছরে পা দিলেন রাহুল। পরিচিত এবং জনপ্রিয় হয়েও, শিরদাঁড়াকে সোজা রেখেছেন বাংলার অন্যতম কনিষ্ঠতম ইউটিউবার। এমন স্পর্ধা হয়ত সকলে দেখাতে পারেন না। যেভাবে মাথা উঁচু করে রাহুল একের পর এক সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাঁর ভিডিওর মাধ্যমে সোচ্চার হয়ে চলেছেন, তা এই প্রজন্মের কাছে অনুপ্রেরণা। এমন করেই যেন রাহুল তাঁর প্রতিবাদ দিয়ে, বাংলার বুকে আরও অনেক অনেক রাহুলকে তৈরি করতে পারেন। রইল রাহুলের জন্য টিম পরিদর্শকের তরফ থেকে, আগামী জীবনের অনেক শুভেচ্ছা।