"বিয়ে হয়নি নিখিলের সাথে, লিভ ইন রিলেশনশিপ ছিল", বিস্ফোরক দাবি অভিনেত্রী সাংসদ নুসরতের
২০১৯ সালে তুরস্কে নিখিল নুসরতের চার হাত এক হয়েছিল
নিখিল নুসরতের সম্পর্কের টানাপোড়েন এবং নুসরতের মাতৃত্ব বিতর্কের মাঝেই নিরবতা ভেঙ্গে বিস্ফোরক দাবি করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা টলিউড (Tollywood) অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তিনি দাবি করেছেন যে তাঁর সাথে নিখিলের বিয়ে হয়নি। তিনি একটি বিবৃতি মাধ্যমে জানান, "লিভ ইন সম্পর্ক ছিল তাঁদের।" তবে তাঁর এমন বক্তব্যের পর তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কারণ গত ২০১৯ সালে ব্যবসায় নিখিল জৈনের সাথে ঘনিষ্ঠতার খবরের সাথে সাথেই তাদের তুরস্কে চার হাত এক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তারপর নির্বাচনে জয়ের পর লোকসভায় প্রথমবার নুসরতকে সিঁদুর পরে এবং হাতে শাঁখা পরে দেখা গিয়েছিল। সাধারণত বাঙালিরা বিয়ের পর সিঁদুর এবং শাঁখা পড়ে থাকেন। এছাড়াও অষ্টমীর অঞ্জলী কি দশমীর সিঁদুর খেলা সবেতেই নিখিলের (Nikhil Jain) সাথে দেখা গিয়েছিল নুসরতকে। এমনকি মুসলমান পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সিঁদুর পরার জন্য মৌলবাদীদের রোষানলে পড়লেও অভিনেত্রী তাঁর সিদ্ধান্ত বদল করেননি। এছাড়া তুরস্কে বিয়ের পর কলকাতায় গ্র্যান্ড রিসেপশন হয়েছিল তাঁদের।
কিন্তু এত কিছুর পরও অভিনেত্রী সাংসদ বিস্ফোরক দাবি করে বলেছেন যে নিখিল জৈনের সাথে তিনি লিভ ইন রিলেশনশিপে ছিলেন। তাঁরা বিয়ে করেননি। তুরস্কের আইন অনুযায়ী, তাঁদের বিয়ে বৈধ নয়। তাই বিবাহ বিচ্ছেদের কোন প্রশ্ন ওঠে না। অভিনেত্রীর এমন বিবৃতিতে রীতিমতো হকচকিয়ে গিয়েছে নেটিজেনদের একাংশ। এখন প্রশ্ন উঠছে নুসরত জাহান কি আইনি জটিলতা থেকে সরে আসার জন্য এমন বিবৃতি দিয়েছেন? আসলে নিখিলের সাথে সম্পর্কের দূরত্ব এবং যশের সাথে ঘনিষ্ঠতার মাঝেই অভিনেত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর সামনে এসেছে। তাঁর মা হওয়ার গুঞ্জন সামনে আসার পরই দেওয়ানী মামলা করেছে নিখিল। তাই আইনি জটিলতা থেকে বাঁচতে নুসরত তাদের বিয়েকে অস্বীকার করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অভিনেত্রী এখনও তার মা হওয়ার ব্যাপারে একটিও শব্দ খরচ করেননি।