ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না: তাণ্ডভ প্রসঙ্গে ক্ষমা চাইলেন নির্মাতারা
ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষমা চাইলেন পরিচালক আলি আব্বাস জাফরও
আমাজন প্রাইম ভিডিওর ‘তাণ্ডভ’ নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদের মাঝে দর্শকদের কাছে ক্ষমা চাইলেন নির্মাতারা। দাবি উঠেছিল এই ওয়েব সিরিজে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনা হয়েছে। দেশের নানা জায়গায় প্রতিবাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল তাণ্ডভ-কে বয়কট করার আর্জি জানিয়ে করা পোস্টে। লখনৌ তে আমাজনের অরিজিনাল কনটেন্টের ভারতের প্রধান অপর্ণা পুরোহিত, পরিচালক আলি আব্বাস জাফর, তাণ্ডভ-এর লেখক গৌরব সোলাঙ্কি সহ অনেকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন এক জনৈক ব্যক্তি। দিল্লিতেও থানায় অভিযোগ দায়ের করা হয় নির্মাতাদের বিরুদ্ধে। সবক্ষেত্রেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। কিছু রাজনৈতিক দলও যোগ দেয় প্রতিবাদে। এসবের মধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রাইম ভিডিওর কর্তাদের কাছে সম্পূর্ণ ঘটনার বিষয়ে জানতে চেয়ে তলব পাঠায়।
ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষমা চাইলেন সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর। তিনি স্পষ্ট জানান, “এখানে সবটাই কাল্পনিক। যা কিছু দর্শকের ভাবাবেগে আঘাত এনেছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা নির্মাতারা কখনই কারো ধর্মীয় বা যেকোনো ভাবাবেগে আঘাত আনতে চাইনি”।