মাদক যোগে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান, আটক করেছে এনসিবি
বর্তমানে মেডিকেল পরীক্ষার জন্য আরিয়ান সহ ৮ জনকে নিয়ে যাওয়া হচ্ছে মুম্বাইয়ের জে জে হাসপাতালে
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো ভারতীয় নারকটিকস কন্ট্রোল ব্যুরো। কর্ডেলিয়া ক্রুজের এমপ্রেস জাহাজে অভিযান চালিয়ে সেখান থেকে বহু মাদকদ্রব্য উদ্ধার করেছেন এনসিবি আধিকারিকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে যেখানে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে দেখা যাচ্ছে এনসিবির অফিসে বসে থাকা অবস্থায়। তার পরনে রয়েছে একটি সাদা টি-শার্ট, লেয়ার করা রয়েছে একটি শার্ট, এবং তার সঙ্গে তার পরনে রয়েছে একটি ডেনিম জিন্স। তার মুখে রয়েছে মাস্ক। সংবাদমাধ্যমের রিপোর্টে জানা যাচ্ছে, এনসিবি বর্তমানে আরিয়ানের সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা শুরু করেছে।
একটি বেসরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, "যদি আরিয়ানের বিরুদ্ধে এই সমস্ত তথ্য সত্যি প্রমাণিত হয়, তাহলে নারকটিকস আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হতে পারে।" এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, "এনসিবি বর্তমানে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছে ওই ক্রুজের রেভ পার্টির সঙ্গে তার যোগসাজস নিয়ে। শনিবার, ২ অক্টোবর ওই ক্রুজে একটি রেভ পার্টি করা হয়েছিল। মুম্বাইয়ের সমুদ্রতীর থেকে বেরিয়ে যাবার পরেই ওই ক্রুজে ড্রাগস পার্টি করা হয়। এই পার্টির সঙ্গে আরিয়ানের কোন যোগাযোগ আছে কিনা সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আরিয়ানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এনসিবির আধিকারিকরা তার ফোন নিয়ে আরো যাচাই করতে শুরু করেছেন। তার হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে।"
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র আরিয়ান খান নয়, আরো সাতজনকে এই ঘটনায় আটক করেছে এনসিবি। তাদের মধ্যে রয়েছেন, মুনমুন ধামেছা, নুপুর সারিকা, ইসমিত সিং, মহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া, এবং আরবাজ মার্চেন্ট। তিন দিনের একটি গান, এবং ড্রাগস পার্টির জন্য মুম্বাই থেকে রওনা দিয়েছিল ওই ক্রুজ। বলিউড, ফ্যাশন, এবং ব্যবসার সেক্টরের বেশ কিছু ব্যক্তিত্বরা এখানে অংশ নিয়েছিলেন। দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন তিনটি মেয়ে। তাদেরকেও আটক করেছে এনসিবি। জানা যাচ্ছে, তারা দিল্লির বড় ব্যবসায়ীদের কন্যা। আগে থেকেই এনসিবির কাছে এই পার্টি নিয়ে কিছু খবর এসেছিল। সেই জাহাজে অভিযান চালিয়ে সেখান থেকে বেশকিছু নিষিদ্ধ ড্রাগ উদ্ধার করেছে এনসিবি। বর্তমানে এই ঘটনায় নারকটিকস আইনে মামলা রুজু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মামলায় আরিয়ান খানকে গ্রেফতার করেছে এনসিবি।
মুম্বাইয়ে জেজে হাসপাতালে তার মেডিক্যাল টেস্ট হবে। ইতিমধ্যেই তার মেডিকেল টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে উদ্দেশ্যে। মেডিকেল টেস্ট হয়ে গেলে তাদেরকে গ্রেফতার করার পরবর্তী প্রক্রিয়া চালানো হবে বলে জানাচ্ছে এনসিবি আধিকারিকরা। আরিয়ান সহ ৮ জনের বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ রয়েছে। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বলিউডে এই মাদক যোগের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। তারপরে আবার মাদক যোগের অভিযোগ। তবে এবারে গ্রেফতার হলেন শাহরুখ খানের বড়ছেলে আরিয়ান।