"তুই মেয়ে না ছেলে সেটা দ্যাখ", মন্টিকে গালিগালাজ 'মাতাল' ছেলেদের
ইতিমধ্যেই জল গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত
সোশ্যাল মিডিয়ার সেনসেশন মন্টি রায় (Montii Roy), তাকে নিয়ে আলাদা কিছু বলার অপেক্ষা রাখে না। তার কাজ, ব্যতিক্রমী চিন্তাধারা- আট থেকে আশি সকলেই তার ভক্ত। কাজেই ফ্যান-ফলোয়িংও এগিয়ে চলেছে বহুদূর। শরীর পুরুষ হলেও, মন ছিল নারী। তাই সমাজের অচলায়তন ভেঙে মনের কথা শুনে সেক্স চেঞ্জিংয়ের মাধ্যমে নারী শরীরে আজ মন্টি। আজ এত ফেম পাওয়ার পিছনে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। তবে পাশে ছিল পরিবার।
আজ হঠাৎই কেন উঠছে মন্টির কথা? গতকাল রাত থেকেই সোশ্যালে উঠেছে তীব্র নিন্দা। মন্টিকে নিয়ে? হ্যাঁ। গতকাল এত কুরুচিকর কথা শুনে কেন সোজা পুলিশের দারস্থ না হয়ে সোশ্যালে এসে লাইভ করলেন মন্টি? তীব্র ক্ষোভ নেটিজেনদের।
কী ঘটেছিল গতকাল? কাল রাতেই অতনু মজুমদার নামক একটি ছেলে একটি ভিডিও শেয়ার করেন ফেসবুকে। ক্যাপশনে তিনি লিখেছেন, "ধানকলে ঝামেলা করছে মন্টি রায়। একটা নোংরা ছেলে মন্টি রায়, সে তার আসল রূপ দেখিয়ে দিল। তোমরাই বলো এটা ছেলে না মেয়ে।" ভিডিয়োতে দেখা যাচ্ছে বেজায় চটে মন্টি, তিনি কিছু বলার আগেই ক্ষিপ্ত কয়েকটি ছেলে এগিয়ে আসছে তার দিকে। সঙ্গে চলছে "ছক্কা", "হিজরা", "ছেলে থেকে মেয়ে হয়েছে" সহ অজস্র কুরুচিকর মন্তব্য, গালিগালাজ। ভিডিও শেয়ার হতেই ছেলেটির ব্যবহারে ক্ষোভ উগড়ে দিয়েছে নেটপাড়া।
গতকাল এই ঘটনার পর লাইভে এসেছিলেন মন্টি। তিনি বলেন, তার বয়ফ্রেন্ড এবং অপর একটি বন্ধু মিলে ধানকল মোড় থেকে আগরপাড়ার দিকে যাচ্ছিলেন। সে সময় একটি ছেলে (যাকে মন্টি 'মাতাল' বলেছেন) সে অশ্লীল ভাবে মন্টিকে ছোঁয়। ঘটনার প্রতিবাদ জানায় মন্টির বন্ধুরা। গায়ে কেন হাত দিয়েছে, প্রশ্ন করায় সঙ্গে সঙ্গেই 'মাতাল' ছেলেটির আরও দশটি মাতাল বন্ধু ছুটে আসেন। মন্টির প্রতিবাদী সেই বন্ধুকে ধাক্কা দেয় ছেলেগুলি। ঝামেলা দেখে বেশ কয়েকজন বয়স্ক মানুষ এলেও সমস্যা সমস্যার সুষ্ঠু নিষ্পত্তি হয়নি। এর বদলে মন্টিকে গালিগালাজ এবং নোংরা ভাষা বলতে শুরু করেন ছেলেগুলি। মন্টির কথায়, "ছেলেটি মদ খেয়ে রীতিমতোন টলছিল।" অন্যদিকে ছেলেটিকেও বলতে শোনা যায়, "কেউ তোর গায়ে হাত দেয়নি।"
ইতিমধ্যেই জল গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। তবে আপাতত মন্টির পাশে দাঁড়িয়েছে অধিকাংশ নেটিজেনরা। চলছে বিতর্ক।
দুই পক্ষের ভিডিয়োর প্রেক্ষিতে এই প্রতিবেদন। ঘটনার সত্যতা যাচাই করেনি "পরিদর্শক"।