বলিউডের পর ঠিক ভোটের আগে টলিউডেও আসছে মোদীর বায়োপিক, কে থাকবেন প্রধানমন্ত্রীর রোলে?
ছবিটির পরিচালনা করবেন মিলন ভৌমিক
লোকসভা নির্বাচনের আগে বলিউডে সাড়া ফেলেছিল উমঙ্গ কুমারের পরিচালনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দি বায়োপিক, 'পিএম নরেন্দ্র মোদী' যাতে প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। আর এবারও বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় বিশেষত বাঙালিকে উপহার দিতে টলিউডে নির্মিত হতে চলেছে মোদীর বায়োপিক 'এক অউর নরেন' যার পরিচালনায় থাকছেন মিলন ভৌমিক। বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তে নানান প্রতিক্রিয়া আসছে নানা মহল থেকে, কিন্তু তার চেয়েও বেশি কৌতূহল, কাকে দেখা যাবে মোদীর ভূমিকায়?
ছবিতে মোদীর জন্য পারফেক্ট কাস্টিং হিসেবে বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে ভাবা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি না করে দেন। অগত্যা গজেন্দ্র চৌহানকে দেখা যাবে মোদীর ভূমিকায়। এছাড়াও ছবিতে যোগী আদিত্যনাথের ভূমিকায় অভিনয় করবেন সুদীপ মুখোপাধ্যায়। প্রধাণত একজন চাওয়ালা থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার গল্পই পরিবেশিত হবে এই ছবিতে। আগামী ২৭শে ফেব্রুয়ারি সিনেমার শুভ মহরত। পরিচালক মিলন ভৌমিক এর আগে 'নির্ভয়া', 'দাঙ্গা,দ্য রায়ট', 'ডন নম্বর ওয়ান' প্রভৃতি ছবি বানান তবে সেগুলি সেভাবে সাফল্য না পেলেও ভোটের আগে মোদীর ছবি বঙ্গে গেরুয়া আবেগ লুটে নিতে অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যক্টর।