মেয়ের বোর্ড পরীক্ষার ফলাফলে উচ্ছ্বসিত মীর, শেয়ার করলেন পোস্ট
বাবা হয়ে মেয়ের এই সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাস মীরের
এদিন শনিবার আইসিএসই (ICSE) ও আইএসসির (ISC) ফলাফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ড। অন্যান্য বোর্ডের মতোই এক্ষেত্রেও পাশের হার যথেষ্ট বেশি। আর ফলাফল প্রকাশ হতেই খুশির হাওয়া মীরের (Mir Afsar Ali) পরিবারে। তবে খুশি আর ধরে রাখতে পারছেন না মীর আফসার আলি।
আর তাই স্বাভাবিক। কারণ সেই ছোট্ট মুস্কান দেখতে দেখতে ১২ ক্লাস পাস করে গেল, আর শুধুই কি পাস? একেবারে দারুণ নম্বর নিয়ে উত্তীর্ণ। বাবা হয়ে মেয়ের এই সাফল্যে উচ্ছ্বাস তো তাই বাঁধভাঙা হবেই। মেয়ের ফলাফল দেখেই গর্বে বুক ফুলেছে মীরের।
আর তাই সকলের সঙ্গে তা ভাগ করে নিয়ে ফেসবুকে মেয়ে মুস্কানের (Muskaan) ছবি পোস্ট করে মেয়েকে দিলেন "রকস্টার" খেতাব। তিনি লিখেছেন, "শেষমেশ ১২ ক্লাস পাস। আইএসসিতে মুস্কান পেল ৯৭.৭৫ শতকরা (বেস্ট চারটি বিষয়ে) নম্বর। শুভেচ্ছা মুস্কান। দারুণ দারুণ দারুণ গর্ব হচ্ছে আমার। তুমি আমার রকস্টার!"
তবে পোস্ট করার মাত্র তিন ঘন্টার মধ্যেই পোস্টটি ডিলিট করে দেন মীর। তবে এর কারণ অবশ্য জানা যায়নি।
মুস্কানের এই নম্বর দেখে তো একেবারে আপ্লুত মীর। তাই দেরি না করেই পোস্ট দিলেন সোশ্যাল মিডিয়ায়। সবাইকে জানিয়ে দিলেন, তিনি কতটা খুশি মেয়ের এই রেজাল্টে। আবার পেজেই সেই পোস্ট করলেন পিন। যাতে পেজের একেবারে ওপরেই থাকে মেয়ের সাফল্যের কথা।