বিমানের খাবারে চুল! প্রতিবাদ জানাতেই কটাক্ষের মুখে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/02/2023   শেষ আপডেট: 22/02/2023 9:24 p.m.
instagram.com/mimichakraborty

জন্মদিনের আগেই ছুটি কাটাতে প্যারিস ভ্রমনে গিয়েছিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী

জন্মদিনের আগেই ছুটি কাটাতে প্যারিস ভ্রমনে গিয়েছিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী। তবে সেখান থেকেই ফেরার পথে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এর জেরে বিমান সংস্থা এমিরেটসের ওপর উগড়ে দিয়েছিলেন ক্ষোভ।

প্যারিস থেকে ফেরার পথে বিমানে খাবার অর্ডার করেছিলেন মিমি। অভিযোগ, তাতে ছিল চুল। এ নিয়েই এমিরেটসের টিমকে মেইল করে অভিযোগও জানিয়েছিলেন তিনি। মেলেনি সদুত্তর। এরপর বাধ্য হয়ে টুইটারে এমন অভিজ্ঞতার কথা জানান মিমি।

নেটিজেনদের বড় একটা অংশ মিমির পাশে থেকেই ক্ষোভ উগড়ে দিলেন। শুরু হয়েছে কটাক্ষের ঢল।

এক নেটিজেনের মন্তব্য, "এর প্রতিবাদ জানাতে আমরা বাংলার গর্ব মমতা বন্দোপাধ্যায়ের কাছে অবশ্যই যাব।" অপরজন লেখেন, "দিদিকে বলো"।