গাছে উঠে জামরুলের খোঁজে মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/05/2023   শেষ আপডেট: 24/05/2023 8:05 p.m.
instagram.com/mimichakraborty

নিজের ব্যস্ততার মধ্যেও সোশ্যালে বেশ সক্রিয় মিমি চক্রবর্তী

টলিউডের প্রথম সারির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শুধু অভিনেত্রী বললেও ভুল, সাংসদ হিসেবেও মিমি যথেষ্ট জনপ্রিয়। জলপাইগুড়িতে জন্ম মিমির। তবে তাঁর শৈশব কেটেছে অরুনাচল-প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। যদিও পরবর্তীতে ফের জলপাইগুড়ির পৈত্রিক বাড়িতে চলে আসেন তিনি। এবং সেখানেই একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা শেষ করার ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজিতে স্নাতক হন তিনি।

বয়স ৩৩ পার, বর্তমানে একাধিক ফ্যানপেজ এবং প্রচুর জনপ্রিয়তার সঙ্গে মিলিয়ন মিলিয়ন 'ফলোয়ার্স'-এর ভালোবাসা নিয়ে মিমির জীবন। নিজের ব্যস্ততার মধ্যেও সোশ্যালে বেশ সক্রিয় মিমি চক্রবর্তী। সেই সুবাদেই মিমির সাম্প্রতিক পোস্ট হয়েছে ভাইরাল।

মিমির সাম্প্রতিক পোস্টে দেখা গেল গাছ থেকে জামরুল পারছেন মিমি। অভিনেত্রী বলেন, ৪ বছর আগে তার বাবা এই গাছটি লাগিয়েছিলেন। আর এখন গাছটা বেশ ভালো ফল দিচ্ছে। সুযোগ পেয়েই তাই গাছে চড়ে পড়লেন নায়িকা।