'এমন সাংসদ আগে দেখিনি', নুসরতের প্রশংসায় পঞ্চমুখ মিকা সিংহ

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/02/2023   শেষ আপডেট: 18/02/2023 9:56 a.m.
 Mika nusrat
instagram.com/nusratchirps/

শুধু স্বাগতমই নয়, বরং নাচের সঙ্গে দু’কলি গাইলেনও নুসরত

কলেজে কলেজে অনুষ্ঠান। সম্প্রতি বারাসাত গর্ভমেন্ট কলেজে এসেছিল 'নন্দী সিস্টার্স'। বারাসাত কলেজে এসেছিলেন সুনিধি চৌহান। এবার বসিরহাট কলেজের নবীনবরণ অনুষ্ঠানে মিকা সিংহ। সম্প্রতি বসিরহাটের সাংসদ নুসরত জাহান একথা জানিয়েছিলেন।

যেমন কথা তেমন কাজ। মিকা সিংহকে স্বাগত জানাতে হাজির ছিলেন সেখানকার তারকা সাংসদ নুসরত জাহান। শুধু স্বাগতমই নয়, বরং নাচের সঙ্গে দু’কলি গাইলেনও নুসরত।

যা দেখে অভিভূত গায়ক মিকা সিংহ। বললেন ‘‘এমন সাংসদ আগে দেখিনি, এত ফিট।’’

প্রসঙ্গত, মিকা সিংহ এর গাওয়া ‘টেল মি সামথিং’ গানে গলাও মেলাতে দেখা গিয়েছে নুসরতকে