অভিনয় ছাড়েননি মেঘা, 'পিলু' ধারাবাহিকের পর নতুন ধারাবাহিকে আসছে মেঘা দাঁ

শ্রেয়া সাহা
প্রকাশিত: 02/08/2023   শেষ আপডেট: 02/08/2023 8:56 p.m.
instagram.com/megha_daw_official

গুঞ্জন ওঠে অভিনয় ছেড়ে দেওয়ার, তবে যা রটে তাই কী ঘটে?

জি বাংলার ডান্স বাংলা ডান্সের ফ্লোর থেকে 'পিলু' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেঘা দাঁ। বর্তমানে মেঘাকে সবাই 'পিলু' নামে এক ডাকেই চেনে। টিআরপি তালিকায় এই ধারাবাহিক দীর্ঘদিন জায়গা করে নিয়েছিল। তবে সেই ধারাবাহিক শেষ হয়েছে অনেকদিন। এখনও নতুন চরিত্রে দেখা মেলেনি মেঘার। গুঞ্জন ওঠে অভিনয় ছেড়ে দেওয়ার, তবে যা রটে তাই কী ঘটে?

অভিনয় ছাড়ছেন না মেঘা। বরং টেলিদুনিয়ার অন্দরমহলের খবর জি বাংলারই একটি ধারাবাহিকে ফিরছেন মেঘা। এখনও পর্যন্ত খবর জি বাংলার বর্তমান ধারাবাহিক ফুলকিতেই নাকি এন্ট্রি হতে পারে তাঁর।

এই খবর কতটা সত্যি তা এখনও জানা না থাকলেও, মেঘার এন্ট্রির কথা প্রকাশ্যে আসতেই কার্যত খুশির ফোয়ারা অনুগামীদের মধ্যে।