শাহরুখ খানের পদ শক্ত রেখেই দেবকে বাংলার অ্যাম্বাসেডর বানালেন মুখ্যমন্ত্রী
শাহরুখের পাশাপাশি বাংলার মুখ হিসেবে দেবকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী
আজ, বুধবার নবান্ন সভাঘরে শিল্প সংক্রান্ত বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী। ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন’-এর বৈঠক ঘিরে ছিল টানটান উত্তেজনা। এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী সারলেন বড় ঘোষনা। বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব দেবের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারিভাবে এই মুহূর্তে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড বাদশা শাহরুখ খান।
তবে শাহরুখ খানের অনুরাগীদের হতাশার কিছু নেই। শাহরুখ খান যে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন, সে কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শাহরুখের পাশাপাশি বাংলার মুখ হিসেবে দেবকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।"