Koel Mallick : নাতনি এল মল্লিক পরিবারে, কন্যা সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক
উপছে পড়েছে ভালোবাসার জোয়ার
সুখবর এল মল্লিক পরিবারে। দ্বিতীয়বার মা হলেন টলিউড ক্যুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। আজ সকালেই সামাজিক মাধ্যমে মেয়ের খবর জানান অভিনেত্রী। স্বভাবতই উপছে পড়েছে ভালোবাসার জোয়ার।
বলাবাহুল্য সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও অতি সক্রিয়তা সেভাবে লক্ষ্য করা যায় না অভিনেত্রীর মধ্যে। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চিত হতে হয়নি কখনও।
দেব থেকে জিৎ সকলেরই নায়িকা হিসেবে পরিচালকদের প্রথম পছন্দে থাকতেন রঞ্জিত মল্লিক-কন্যা কোয়েল মল্লিক (Koel Mallick)। যদিও বাবার পরিচয়ে নয়, নিজের দক্ষতায় টলি সাম্রাজ্যের আসন অধিকার করেন কোয়েল (Tollywood Actress)।
আরও পড়ুন
চলতি বছর মহালয়ার দিন নিজের অন্তঃসত্বা হওয়ার খবর নিজেই ভাগ করেছিলেন সামাজিক মাধ্যমে। বছর শেষে কোলজুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান।