শীঘ্রই ছোটো পর্দায় দেখা মিলবে 'আলতা ফড়িং' অভিনীত খেয়ালির
নতুন ধারাবাহিক নিয়ে আসছে খেয়ালি মণ্ডল
এক জিমন্যাস্টকে গল্পের কেন্দ্রে করে গড়ে উঠেছিল 'আলতা ফড়িং' ধারাবাহিক। মূল চরিত্রে ছিল খেয়ালি মণ্ডল (actress Kheyali Mondal)। অত্যধিক জনপ্রিয়তা পেয়েছিল 'ফড়িং'। এই ধারাবাহিকটি শেষ হয়েছে বেশ কয়েক মাস হল। তবে এখনও অন্য কোনও চরিত্রে দেখা মেলেনি ফড়িংয়ের। তবে সূত্র মারফত খবর, শীঘ্রই নতুন ধারাবাহিক নিয়ে আসছে খেয়ালি মণ্ডল।
খেয়ালির বিপরীতে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। শোনা যাচ্ছিল, এই সিরিয়ালে নাকি দেখা যাবে হিয়া মুখোপাধ্যায়কে। তবে বদলেছে নায়িকা। দেখা মিলবে খেয়ালির। রয়েছে ধ্রুব সরকারও।
আরও পড়ুন
এই নতুন ধারাবাহিক প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘স্ক্রিন প্লেয়ার্স’। তবে ধারাবাহিকের বাকি খবর ক্রমশ প্রকাশ্য। যদিও এখনও শুট হয়নি প্রোমো।