বিয়ের পর প্রথম করবা চৌথ, নিষ্ঠা ভরে নিয়ম পালনে ব্যস্ত কিয়ারা-পরিনীতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2023   শেষ আপডেট: 02/11/2023 10:43 a.m.
https://instagram.com/parineetichopra

পরিণীতির হাতে মেহেন্দি এঁকেছেন স্বামী রাঘব চাড্ডা

চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে, সেপ্টেম্বরে সামাজিক বিয়ে সারেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। কাজেই, দুই হেভিওয়েট বলিউড অভিনেত্রী প্রথমবার পালন করেছেন করবা চৌথ।

কিয়ারা-সিদ্ধার্থকে দেখা মিলেছে লাল রঙের পোশাকে। করণ জোহর থেকে মনিশ মালহোত্রা, সকলেই ভালোবাসা পাঠিয়েছেন এই ছবিতে।

অন্যদিকে একত্রে লেন্সবন্দি হয়েছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা।

একাধিক ছবি শেয়ার করে পরিনীতি লিখেছেন, "প্রথম করবা চৌথের শুভেচ্ছা"।