কঙ্গনা রানাউতের সঙ্গে আমার তুলনা হচ্ছে, এটাই অনেক : রুক্মিণী মৈত্র
টলিপাড়ার নায়িকা "বিনোদিনী" হওয়ার চেয়েও রাজ্যবাসী বেশি খুশি কঙ্গনা বিনোদিনী হওয়ায়
একজন বলিউডের ক্যুইন অন্যজন টলিপাড়ার ডিভা। অথচ তাদের নিয়ে বিতর্কে মরিয়া নেটপাড়া। কি নিয়ে? চর্চায় "বিনোদিনী"। পরিচালক রাম কমলের 'নটী বিনোদিনী' টলিউডের রুক্মিণী মৈত্র। অপরদিকে পরিচালক প্রদীপ সরকারের বিনোদিনী হলেন বলিউডের বিতর্কিত কুইন কঙ্গনা রানাউত। তবে টলিপাড়ার নায়িকা "বিনোদিনী" হওয়ার চেয়েও রাজ্যবাসী বেশি খুশি কঙ্গনা বিনোদিনী হওয়ায়।
সম্প্রতি কঙ্গনা রানাউত ঘোষণা করেছেন, প্রদীপ সরকারের পরবর্তী ছবির লিড চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। এই সিনেমাটি উনিশ শতকের বাংলা থিয়েটারের আইকন নটী বিনোদিনীর বায়োপিক।
তাঁর কথায়, "পরিচালক প্রদীপ সরকারের সঙ্গে বহুদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল। তাঁর তৈরি ছবিগুলোও আমার বেশ প্রিয়। তার উপর এমন এক ঐতিহাসিক চরিত্র। সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে আছি।"
তবে রুক্মিণী যদিও বলেন, "বিনোদিনী এমন একজন নারী যাঁর জন্য মেয়েরা থিয়েটার বা সিনেমায় আজকে কাজ করতে পারছেন। সমাজের সব ছুঁতমার্গ দূর করেছেন। কঙ্গনা রানাউতের সঙ্গে তুলনা হচ্ছে, এটাই অনেক। কঙ্গনা আমার থেকে অনেক সিনিয়র। অসম্ভব ভাল অভিনেত্রী। আমি নিজেও কঙ্গনার ফ্যান। আমি চেষ্টা করব ভাল কাজ করতে।"