এবারে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন বলিউডের ' কুইন ' কঙ্গনা
এই ছবিতে ইন্দিরার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়টাকে আংশিক ভাবে তুলে ধরার চেষ্টা করা হতে চলেছে।
এবারে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের কুইন' কঙ্গনা রানাওয়াত। তবে জানা যাচ্ছে, এই ছবি কিন্তু ইন্দিরার জীবনী নির্ভর নয়। এই ছবিতে ইন্দিরার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়টাকে আংশিক ভাবে তুলে ধরার চেষ্টা করা হতে চলেছে। এখনো ছবির নাম ঠিক করা হয়নি তবে কঙ্গনার প্রযোজনা সংস্থার তরফে এই নতুন ঘোষণা করা হয়েছে। কঙ্গনা একটি বিবৃতিতে লিখেছেন, "ভারতের যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা, আগামী প্রজন্মকে এই ছবি প্রেক্ষাপট বুঝতে সাহায্য করবে।" এছাড়াও তার কথায়, এ ছবি দর্শকদের পিছিয়ে নিয়ে যাবে সেসময়কার আসল ঘটনাগুলির দিকে। ওয়াকিবহাল মহলের ধারণা, এই ছবির প্লট ঘুরবে সারা দেশে জরুরি অবস্থা জারি করার ঘটনা এবং অপারেশন ব্লুস্টার কে কেন্দ্র করে।
জানিয়ে রাখা ভাল, কঙ্গনা রানাওয়াত কেন্দ্রীয় শাসক দল বিজেপির একজন ঘোষিত সমর্থক। তবে তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আজ লিখেছেন, "ক্যারিয়ারের শুরুর দিকে একবার ইন্দিরার মত সেজে ছবি তুলেছিলাম। তবে ইন্দিরার মত একজন নেত্রীর চরিত্রে অভিনয়ের সুযোগ পাবো এটা কোনদিন আমি ভাবিনি। ছবির চিত্রনাট্য প্রায় শেষের পথে।" পরিচালক সাই কবিরের কঙ্গনা রানাওয়াত এর সাথে এটি দ্বিতীয় কাজ। এর আগে তিনি রিভলবার রানি ছবিতে কাজ করেছিলেন কঙ্গনার সাথে।
কঙ্গনার কথা অনুযায়ী, এই ছবির বাজেট বেশ বড় হতে চলেছে। এই ছবিতে আমরা সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই, লাল বাহাদুর শাস্ত্রীর ভূমিকায় বলিউডের প্রথম সারির অভিনেতাদের দেখতে পাবো। যদিও তাদের নাম এখনো পর্যন্ত জানাননি কঙ্গনা রানাওয়াত। ইন্দিরা ঘনিষ্ঠ লেখক খুশবন্ত সিং এর একটি উদ্ধৃতি শেয়ার করে কঙ্গনা লিখলেন, "এই ছবির চিত্রনাট্য একটি বইয়ের উপর ভিত্তি করে করা হবে।" তবে সেই বইয়ের লেখক সম্পর্কে এখনও পর্যন্ত আমরা কোন ধারণা পাইনি।