জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১: জয়ের মুকুট পরবে কে?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/03/2022   শেষ আপডেট: 17/03/2022 3:46 p.m.
instagram.com/imdevadhikari

জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আসন্ন, এরই মধ্যে শীর্ষ সম্মান আদায়ের জোর প্রতিদ্বন্দ্বিতা ছ'টি বাংলা ছবির

এখন চলছে পুরস্কারের মরশুম। বাংলা সিরিয়াল হোক বা সিনেমা, যোগ্য সম্মানের আসন লাভ করতে মরিয়া সকলেই। জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এর 'ব্ল্যাক লেডি' কার ঘরণী হবেন, সেই নিয়ে আলোচনা তুঙ্গে! ছয়টি বাংলা ছবির মধ্যে শুরু হয়েছে সেরার আসন আদায়ের প্রতিদ্বন্দ্বিতা। এখন দেখে নেওয়া যাক, সেই ছয়টি বাংলা ছবি কি কি -

● গোলন্দাজ : ভারতীয় ফুটবলের জনক শ্রী নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী নিয়ে ধ্রুব ব্যানার্জীর পরিচালনায় নির্মিত হয়েছে ছবিটি। নগেন্দ্রপ্রসাদ ছিলেন প্রথম ভারতীয়, যিনি খালি পায়ে ইংরেজদের বিরুদ্ধে ফুটবল খেলেন এবং জয়ী হন। তাঁর এই লড়াই স্বভাবতই সহজ ছিলনা। দেব অভিনীত এই ছবিটি সিনেমাহলে যথাযথ সাড়া ফেলে।

● দ্বিতীয় পুরুষ : সৃজিত মুখোপাধ্যায় তাঁর 'বাইশে শ্রাবণ' এর পরবর্তী ঘটনা অবলম্বনে 'দ্বিতীয় পুরুষ' থ্রিলারটি তৈরি করেছেন। আদ্যোপান্ত রহস্যের ঘেরাটোপে জমে উঠেছে দৃশ্যায়ন, সাথে সমপ্রেমকেও সামাজিক বেড়াজাল ছিন্ন করে মুক্তমনা গ্রহণযোগ্যতার নিরিখে পরিবেশিত করা হয়েছে। গল্পের শেষ ট্র্যাজিক হলেও সোশ্যাল মেসেজ পর্যাপ্ত আছে।

● টনিক : মিঃ জলধর সেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ,   স্ত্রীকে নিয়ে তাঁর সাধ পঁয়তাল্লিশ বছরের বিবাহবার্ষিকীর 'ডেস্টিনেশন সেলিব্রেশন' করবেন। কিন্তু বাধ সাধে পুত্রের 'শাসন'। এই কড়াকড়ি থেকে তাঁদের বার্ধক্যকে আবার তারুণ্যের ছোঁয়া দিতে উপস্থিত হয় মনের ওষুধ 'টনিক'। অভিজিৎ সেন পরিচালিত, দেব, পরান বন্দোপাধ্যায় অভিনীত সিনেমাটি, সিনেমার ইতিহাসে চেনা ছকের বাইরে হলেও, সাংসারিক জীবনের বাইরে নয়। তাই ছবিটি দর্শকের মনে গভীর দাগ কেটেছে।

● সুইজারল্যান্ড : গল্পটি একটি মধ্যবিত্ত পরিবার কে কেন্দ্র করে, যাঁরা সিমলা যাওয়া হবে শুনলেও দুবার ভাবেন। তাঁরাই হঠাৎ একদিন সিদ্ধান্ত নেন, ছুটি কাটাতে সুইজারল্যান্ড যাবেন। যেমন ভাবনা তেমনই কর্ম , মধ্যবিত্ত হয়েও সন্তানদেরকে নিয়ে শিবু এবং রুমি টাকা সঞ্চয় করে পাড়ি দেন, 'শহর থেকে আরো অনেক দূরে'।

● হীরালাল : ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আধার হীরালাল সেন, যিনি দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম, বিজ্ঞাপনচিত্র এবং রাজনৈতিক তথ্যচিত্রের হাতে খড়ি ঘটান সংস্কৃতি মহলে। অরুণ রায় পরিচালিত 'হীরালাল', একটি জীবনীমূলক চলচ্চিত্র। অভিনেতা কিঞ্জল নন্দের নামভূমিকায় 'হীরালাল'হিসেবে আত্মনিবেদন , যেকোনো সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে মুগ্ধতার রেশ সৃষ্টি করে।

● বরুণবাবুর বন্ধু : অনীক দত্ত পরিচালিত, প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বরুণ বাবু, একজন খিটখিটে বৃদ্ধ ব্যক্তি যার স্ত্রী শয্যাশায়ী। বরুণ বাবুর সঙ্গী বলতে তার বাল্যবন্ধু এবং নাতি। পরিবার থেকে মানসিক ভাবে বিচ্ছিন্ন বরুনবাবুর জীবনে ঘটে একদিন এক চমকপ্রদ ঘটনা, আর তাতেই তাঁর জীবনের স্রোত পূর্বাপেক্ষা গতিময় হয়ে ওঠে।

এই ছয়টি ছবির মধ্যেই লেগেছে ঘোড়দৌড়, এখন কেবল অপেক্ষা কোন ছবিটি তার মস্তকে জয়ের মুকুট পরিধান করে সেরার শিরোপায় ভাস্বর হয়ে ওঠে!