'জঙ্গলে মিতিন মাসি' পোস্টার লঞ্চে আজ, বিশ্ব হাতি দিবসে চিড়িয়াখানায় কোয়েল

শ্রেয়া সাহা
প্রকাশিত: 12/08/2023   শেষ আপডেট: 12/08/2023 9:34 p.m.
instagram.com/yourkoel

বন্যপ্রাণী সংরক্ষণের প্রেক্ষাপটেই তৈরি মিতিন মাসির নতুন গল্প

দুর্গাপুজোয় মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত এবং কোয়েল মল্লিক অভিনীত 'জঙ্গলে মিতিন মাসি'। পুজোর আর বাকি নেই বেশি, শুরু হয়েছে দিনগোনা। এর সঙ্গেই ছবি প্রচারের কাজও শুরু করে দিলেন অভিনেত্রী। বন্যপ্রাণী সংরক্ষণের প্রেক্ষাপটেই তৈরি মিতিন মাসির নতুন গল্প। 

তাই আজ বিশ্ব হাতি দিবস উপলক্ষ্যে আলিপুর চিড়িয়াখানাকেই ছবির পোস্টার লঞ্চ করার বেছে নিলেন টিম 'জঙ্গলে মিতিন মাসি'। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী কোয়েল মল্লিক।

আনন্দবাজার অনলাইনকে কোয়েল মল্লিক এ বিষয়ে জানান, "এই ছবিটার পোস্টার লঞ্চের জন্য এর থেকে ভাল দিন আর কিছু হতে পারে না। আর জঙ্গলে মিতিন মাসি শুটিং করতে গিয়ে একটা অন্য রকম অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি।"

বলাবাহুল্য এবার পুজোয় মুক্তি পাবে একগুচ্ছ বাংলা ছবি। 'জঙ্গলে মিতিন মাসি' ছাড়াও আসছে 'রক্তবীজ', সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ এবং দেবের 'বাঘাযতীন'।