আইনি জটিলতার পর ফের বিপাকে রণবীর অভিনীত জয়েশ ভাই জোরদার
দেশজুড়ে ১৩ মে সিনেমাহলে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘জয়েশ ভাই জোরদার’
মুক্তির আগেই বিপাকে পড়েছিল রণবীর সিং (Ranveer Singh) অভিনীত জয়েশ ভাই জোরদার (JayeshBhai Jordaar) সিনেমাটি।
তবে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের ক্লিনচিট পায়, এই সিনেমাটি। তাই দেশজুড়ে ১৩ মে সিনেমাহলে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘জয়েশ ভাই জোরদার’।
‘৮৩’ মুক্তির পর রণবীরের এই ছবিটি মুক্তি পেয়েছে গতকাল (১৩ মে, ২০২২)। ছবিটি একটি বাবার জীবনের মোড় নিয়ে। মূলত এই ছবি মেয়েদের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, কন্যাভ্রুণ হত্যার বিরুদ্ধে কথা বলে।
ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন শালিনী পাণ্ডে, বোমান ইরানি, রত্না পাঠক শাহের মতো অভিনেতা-অভিনেত্রীরা। সব মিলিয়ে ভালোই ব্যবসা করতে পারত রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘জয়েশ ভাই জোরদার’। তবে তার আগেই সবটা শেষ। সিনেমা মুক্তির এক ঘন্টা পরেই কিছু সাইটে লিক হয়ে গেল ‘জয়েশ ভাই জোরদার’ ছবিটি। বলাবাহুল্য, এই খবর পাওয়া মাত্র ছবির বাজেট নিয়ে উদ্বেগে পরিচালক।
কারণ, করোনা পরিস্থিতির পর থেকে বাড়ি বসে সিনেমা দেখার প্রবণতা বেড়েছে অধিকাংশেরই। কাজেই অনলাইনে ছবি লিক হয়ে গেলে, হলমুখী হতে চাননা দর্শকরা। ফলে বক্স অফিস কালেকশনে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।