আয়কর হানা অনুরাগ কশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে
জানা গিয়েছে, ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হয়েছে
আয়কর হানা অনুরাগ কশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে। আর তাতেই সরব নেটিজেনরা। কারণ, সোশ্যাল মিডিয়ায় হোক বা প্রকাশ্যে জনসমক্ষে রাস্তায় বারবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গিয়েছে এই দুই বলি তারকাকে। আর তার জেরেই কী এই রেইড? তবে সেই জল্পনা অনাবশ্যক বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, ‘এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে! কোনও কেন্দ্রীয় সংস্থা নিজেদের সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রেইড চালায়, এরপর সেটা কোর্টে যায়। তাতে কেন্দ্র সরকারের নীতির বিরোধিতার সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কোনও যোগ নেই তেমনটাই বললেন প্রকাশ জাভড়েকর।'
এরপরেই ভাইরাল তপসী পান্নুর গত মাসের ট্যুইট, যেখানে তপসী লিখেছেন, ‘যদি একটা ট্যুইট তোমার একতা ভেঙে দেয়,একটা উপহাস তোমার ধর্মবিশ্বাসে আঘাত দেয়, তাহলে তোমার উচিত নিজের আস্থা আরও মজবুত করা, প্রোপাগ্যান্ডায় গা ভাসানো উচিত নয়।' আর সেটাকেই কেন্দ্র করে নানান মত অনুগামীদের-
জানা গিয়েছে, ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হয়েছে। তবুও, এনসিপি নেতা নবাব মালিক এদিন অভিযোগ করেন, মোদী সরকারের বিরোধিতা করবার মাশুল দিচ্ছেন এই দুই বলিউড তারকা।