আমি অবাঞ্ছিত শিশুকন্যা! ট্যুইটারে দাবি কঙ্গনার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2021   শেষ আপডেট: 28/03/2021 3:51 p.m.
instagram @kanganaranaut

গত সোমবারই জীবনের চতুর্থ জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী

ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)! তবে এবার নিজের জীবন নিয়েই বির্তকিত মন্তব্য করে ট্যুইটারে সরব অভিনেত্রী। বলিউড থেকে হলিউড কিংবা রাজনৈতিক ময়দান, সবেতেই ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ হিসেবেই খ্যাত কঙ্গনা। বহুবার ট্যুইটার কর্তৃপক্ষের তরফেও কঙ্গনার ট্যুইট মুছে দেওয়া হলেও, থামার পাত্রী নন তিনি। বারংবারই ট্যুইটারে অন্যদের বিরুদ্ধে কলম ধরেন অভিনেত্রী।

তবে এবার ট্যুইট করে তিনি দাবি করলেন, তিনি ছিলেন একজন অবাঞ্ছিত শিশুকন্যা! কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের কাজের মধ্যে নিজের প্রয়োজনীয়তাকে প্রমাণ করতে পেরেছেন।

facebook @KanganaRanaut

এদিন রবিবার সকালে ট্যুইট করে কঙ্গনা আরও লেখেন, "আমি ছিলাম একজন অবাঞ্ছিত শিশুকন্যা। আজ আমি সেরা ফিল্ম নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজ ভালবাসি। যখন দুনিয়া আমার দিকে তাকিয়ে বলে ‘এটা একমাত্র তুমিই করতে পারো’, আমি বুঝতে পারি আমি অবাঞ্ছিত হতে পারি, কিন্তু আমাকে দরকার ছিল। খুবই দরকার ছিল।"

উল্লেখ্য, এই মুহূর্তে নিজের কেরিয়ার নিয়ে খুবই ব্যস্ত কঙ্গনা। গত সোমবারই জীবনের চতুর্থ জাতীয় পুরস্কার (National Awards) পেয়েছিলেন অভিনেত্রী। তার পরের দিনই নিজের জন্মদিনে, তিনি প্রকাশ করেন বহু প্রতীক্ষিত ‘থালাইভি’ (Thalaivi) সিনেমার ট্রেলার।

@twitter

আর তার উপর পাঙ্গা ও মনিকর্ণিকা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়ে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ধন্যবাদও জানান কঙ্গনা রানাওয়াত।