রাম নয়, বরং কঙ্গনার অনুগামীদের ইচ্ছা মতোন রাবণের চরিত্রেই অভিনয় করবেন হৃতিক রোশন

শ্রেয়া সাহা
প্রকাশিত: 30/01/2021   শেষ আপডেট: 30/01/2021 5:20 p.m.
-

কঙ্গনা রানাওয়াতের অনুগামীদের মত হৃতিককে নাকি রামের চরিত্রে মানাবে না!

৩০০ কোটির বাজেটে বলিউডে 'রামায়ণ', প্রধান চরিত্রে হৃতিক-দীপিকা। এখবর কয়েকদিন আগে থেকেই প্রকাশ্যে এসেছে। মধু মন্টানা জানিয়েছিলেন রামায়ণ নাকি তাঁর ড্রিম প্রজেক্ট। এমনকি, এই ছবিটি মুক্তি পাবে 3D তে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ।

বলিউড হাঙ্গামা সূত্রে প্রকাশ্যে এসেছিল, প্রধান চরিত্রে থাকতে পারেন হৃতিক-দীপিকা। তবে, এও জানা গিয়েছিল যে, এই সিনেমাতে অভিনয় করবেন বলিউডের প্রথম সারির যাবতীয় অভিনেতা অভিনেত্রীরা। ভিন্ন ভাষার শিল্পীরাও কাজ করতে চলেছেন এই ছবিটিতে।

কাজেই, এবার জানা গেল মূল চরিত্রে নেই হৃতিক। রামের চরিত্রে অভিনয় করবেন প্রভাস, এবং সীতা হবে কৃতি স্যানন। এই ছবির কথা প্রকাশ্যে আসতেই, অন্যদিকে কঙ্গনা রানাওয়াতের অনুগামীদের মত হৃতিককে নাকি রামের চরিত্রে মানাবে না। বলাবাহুল্য, কঙ্গনা-হৃতিকের জটালো সম্পর্ককে টেনেই অনুগামীদের এই মত।

তবে বলা যেতে পারে, অনুগামীদের ইচ্ছে যেন অদ্ভুত ভাবে প্রকাশ পেল। জানা গেছে, রাম নয় বরং রাবণের চরিত্রে অভিনয় করতে পারে হৃতিক। অন্যদিকে, সইফ আলি খানও আবার এই চরিত্রে কাজ করতে পারেন। তাই রাবণের চরিত্র আপাতত কিছুটা চমকেই আছে।

প্রসঙ্গত, শুধু রামায়ণ নয় আর মহাকাব্য মহাভারত নিয়েও ছবি করতে চলেছে বলিউড। 3D এই ছবিটির পরিচালনা করবেন বাহুবলী পরিচালক এসএস রাজামৌলী। প্রযোজনায় রয়েছেন আমির খান, খরচ ধরা হয়েছে অন্তত ১০০০ কোটি টাকা। ভারতীয় চলচ্চিত্রে নাকি এত বড় বাজেটের ছবি আগে হয়নি।