নিজের বিধানসভা কেন্দ্রের এলাকাবাসীর সঙ্গে ভাইফোঁটা উদযাপন করলেন অভিনেতা হিরণ
ভাইফোঁটার বিশেষ দিনে খড়গপুর সদরে নিজের বিধানসভা কেন্দ্রের এলাকাবাসীর সঙ্গে ভাইফোঁটা উদযাপন করলেন বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়
ভারতীয় জনতা পার্টির তারকা বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় ভাইফোঁটার দিন খড়গপুর সদরে নিজের বিধানসভা কেন্দ্রের মানুষদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন। নিজের এলাকার মানুষদের সঙ্গে উৎসবের আমেজে মেতে উঠলেন অভিনেতা তথা সাংসদ হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। বিজেপি বিধায়ক এদিন বললেন, 'স্থানীয় সমস্ত বন্ধুরা মিলে আজ আমায় একটা উপহার দিয়েছে। ভাইফোঁটা একটা প্রতীকী ব্যাপার। তার আসল উদ্দেশ্য হলো ভাই দাদা কিংবা ভাতৃসম সকলের মঙ্গল কামনা করা। তাদের জীবনের সমস্ত কালো মুছে দিয়ে ভালো আনার প্রার্থনা করেন বোনেরা এদিন। আমার নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত তারা নিজেদের জীবনের সমস্ত আনন্দ বাদ দিয়ে আমাদের সকলের মত কর্তব্য করছে। আজকের দিনটা আমাদের তাদের পাশে থাকা উচিত। তাদের আনন্দ দেওয়া আমাদের কর্তব্য। আমি সেটাই করার চেষ্টা করছি আজকের দিনে।'
নিজের বাড়িতে ভাইফোঁটা পালন করলেন বিধায়ক হিরণ। ভাইফোঁটা নিয়ে এলাকাবাসী বোনেদের হাতে গণেশ লক্ষী আঁকা ছোট রুপোর কয়েন তুলে দিলেন বিজেপি বিধায়ক। ভাইফোঁটার বিশেষ দিনে এবারে নিজের বোনেদের থেকে অনেকটা দূরে আছেন বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়।' সেই প্রসঙ্গে হিরন বললেন, 'ওরা আমার সঙ্গে সারাজীবন রয়েছেন। আমার বর্তমানে বিধায়ক হিসেবে আমার উচিত মানুষের পাশে থাকা। যেখানকার মানুষ বিশ্বাস করে আমাকে বিধায়ক করেছেন, তাদের সকলের কর্তব্য পালন করা এবং সেখানকার বিধায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করা। তাই এই মুহূর্তে আমার প্রধান কর্তব্য হলো আমার সমাজ এবং আমার বিধানসভার পাশে থাকা। ভাই ফোটার মত একটা গুরুত্বপূর্ণ দিন তাদের সঙ্গে পালন করা। আমি এই কারণেই নিজের কর্তব্য পালন করতে এখানে রয়েছি।'