Har Ghar Tiranga : প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন কারা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/08/2022   শেষ আপডেট: 14/08/2022 5:32 p.m.
twitter.com/sachin_rt

আমজনতাদের সঙ্গে তারকারাও সামিল হয়েছেন 'আজাদি কা অমৃত মহোৎসবে'রই অংশ 'হর ঘর তিরঙ্গা'য়

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সবরমতী আশ্রম থেকে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi, PM)। কাল স্বাধীনতা দিবস। সারা দেশ জুড়ে শুরু হয়েছে উদযাপন। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে এবছর স্বাধীনতা দিবসে সবাইকেই বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমজনতাদের সঙ্গে তারকারাও সামিল হয়েছেন 'আজাদি কা অমৃত মহোৎসবে'রই অংশ 'হর ঘর তিরঙ্গা'য়। সলমন খান থেকে আমির নয়, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর এবং আলিয়া ভাট, কঙ্গনা রানাওত, গোবিন্দা, ধর্মেন্দ্র, অনিল কাপুর, সানি দেওল, শিল্পা শেঠি, হৃতিক রোশন, অক্ষয় কুমার। নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তাঁরা।

নিজের বাসভবনে পতাকা উত্তোলন করেছেন ক্রিকেটার সচিন টেন্ডুলকার। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, "দিল মে তিরঙ্গা, ঘর পার ভি তিরঙ্গা। হামেশা রাহা হ্যায় মেরে দিল মে তিরাঙ্গা, আজ মেরে ঘর পে ভি লেহেরায়েগা তিরঙ্গা।"