মারাঠি হিন্দুদের গুড়ি পারওয়ায় মেতে অনুষ্কা শর্মা, শেয়ার করলেন ছবি
অভিনেত্রী সোশ্যালে ভাগ করে নিয়েছেন গুড়ি পারওয়ার ঝলক
আজ গুড়ি পারওয়া (Gudi Padwa), এটি মারাঠি হিন্দুদের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। কথিত আছে, ১৪ বছরের নির্বাসনের পর রাম সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন এবং রাবণের বিরুদ্ধে ভগবান রামের বিজয় এই দিনেই স্মরণ করা হয়। আর তাতেই পালিত হয় গুড়ি পারওয়া।
আবার শোনা যায়, গুড়ি পারওয়ার সঙ্গে সম্পর্ক আছে ছত্রপতি শিবাজী মহারাজের। তবে যে কারণেই গুড়ি পারওয়া অনুষ্ঠিত হোক না কেন, এটি একটি বসন্ত উদযাপন।
আরও পড়ুন
আজকের এই বিশেষ দিনেই বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার মা পালন করলেন গুড়ি পারওয়া। হল পুজো। সঙ্গে পেটপুজোও।
অভিনেত্রী সোশ্যালে ভাগ করে নিয়েছেন গুড়ি পারওয়ার ঝলক। বলাবাহুল্য, গুড়ি পারওয়া উপলক্ষ্যে একটি থালি প্রস্তুত করা হয়। যেখানে মিষ্টি রুটি, গুড়, নিম, নুন তেঁতুল থাকে। যা পুরান পোলি হিসেবে খ্যাত।